উদীয়মান হুমকি, সহিংস চরমপন্থা, পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সংকট এবং সামাজিক রূপান্তর এগুলো একত্রে বিশ্ব যুব সমাজের চ্যালেঞ্জসমূহকে উচ্চমাত্রায় নিয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো কি এবং তা নিরসনের শ্রেষ্ঠ উপায় কোনটি – তা তাদের চেয়ে ভালভাবে কেউ জানে না। এই জন্য আমি যুব সমাজকে আহ্বান জানাচ্ছি তাদের বক্তব্য তুলে করতে – এবং নেতাদের তাড়না দিচ্ছি তা শুনতে।
যেহেতু বিশ্ব এক অভূতপূর্ব গতিতে পরিবর্তিত হচ্ছে, একই ধারায় যুব সমাজ প্রমাণ করছে যে তারা উন্নত ও অর্থবহ সমাধান প্রদানের ক্ষেত্রে অমূল্য অংশীদার। তরুণ ও ছাত্র সংগঠনের আন্দোলন চিরাচরিত ক্ষমতার ভিত্তিকে চ্যালেঞ্জ করছে এবং সমাজ ও রাষ্ট্রের মাঝে নতুন এক চুক্তির পক্ষে কথা বলছে। তরুণ নেতৃত্ব দিয়েছে অভিনব চিন্তা, নিয়েছে সক্রিয় ব্যবস্থা, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় হয়েছে সুসংহত, যা পূর্বে কখনো হয় নি।
আমি প্রশংসা করছি সহস্র তরুণদের যারা অধিকার আদায় এবং অংশগ্রহণের জন্য আন্দোলন করছে, যুববেকারত্বের উচ্চ হার নির্দেশ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং জনগন ও ধরিত্রীর জন্য বৈশ্বিক কর্মপন্থার প্রস্তাবনা করছে।
এই গুরুত্বপূর্ণ বছরে, যখন বিশ্বনেতাগণ টেকসই উন্নয়নের জন্য একটি সাহসী নতুন রূপকল্প গ্রহণ করেছে, তখন তারুন্যের অংশগ্রহণ পূর্বের যে কোন সময়ের থেকে অধিক মূল্যবান। ইতিহাসের এই সংকটপূর্ণ মুহূর্তে, আমি তরুণ সামাজের প্রতি আহ্বান জানাচ্ছি, একটি চমকপ্রদ অগ্রগতির দাবি উপস্থাপন এবং তাকে এগিয়ে নিয়ে যেতে যা পৃথিবীর জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
সমাজের উন্নয়ন সাধনে স্বেচ্ছাসেবা একটি আদর্শ উপায় – এবং এটি ফলত সকলের জন্যই উন্মুক্ত। আমরা যেহেতু টেকসই উন্নয়নকে বাস্তবায়নের দিকে নিয়ে যাচ্ছি, সেহেতু যুব সমাজ জাতিসংঘের সাথেও মিলিত হয়ে কাজ করতে পারে। এই কর্মস্পৃহা এ বছর আন্তর্জাতিক দিবসের প্রতিপাদ্যঃ “যুব ও নাগরিকের অংশগ্রহণ”-এর মাঝেই সম্পৃক্ত রয়েছে।
মানবাধিকার, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং পরিবেশ রক্ষায় পদক্ষেপ গ্রহণের আহ্বানে আমি বিশ্বের তরুণ জনগোষ্ঠীর পাশে দাড়াতে চাই।
এই বছর জাতিসংঘ সনদের ৭০তম বর্ষপূর্তি এবং বিশ্ব যুব কর্মপরিকল্পনার ২০ তম বর্ষপূর্তি। এই উদ্দেশ্যকে সহায়তা করতে, আমার “যুব প্রতিনিধি” ইতিহাসের সর্বাধিক সংখ্যক তরুণের বর্তমান এই প্রজন্মকে কাজে লাগাতে সাহায্য করছে। তিনি যেমনটি বলেছেন, তারুন্যের অংশগ্রহণ পৃথিবীকে সেভাবেই পরিবর্তিত করতে পারে, যে পৃথিবী আমাদের কাম্য।
আসুন, আমরা সবাই মিলে এমন একটি ভবিষ্যৎ নির্মাণে তরুণ জনগোষ্ঠীকে সহায়তা করি যেখানে আমাদের ধরিত্রী সুরক্ষিত এবং সকলের জীবন মর্যাদাপূর্ণ।