রেফারেন্স লাইব্রেরি

পরিচিতিঃ
ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের রেফারেন্স লাইব্রেরি বাংলাদেশে জাতিসংঘ সম্পর্কিত তথ্য সম্ভারের মূল উৎস্য হিসেবে কাজ করে থাকে। লাইব্রেরিটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত। এখানে জাতিসংঘের বিভিন্ন প্রকাশনা যেমনঃ রিপোর্ট, বই, অফিসিয়াল রেকর্ড ও অন্যান্য তথ্য সামগ্রীর এক সংগ্রহ গড়ে উঠেছে। লাইব্রেরি ও ইন্টারনেট সেবা প্রদানের ক্ষেত্রে ব্যবহারকারীদের লাইব্রেরি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সর্বাত্মকভাবে সহযোগীতা ও পরামর্শ প্রদান করে থাকে।

লাইব্রেরি’র উল্লেখযোগ্য মূদ্রিত প্রকাশনা সমূহঃ
• জাতিসংঘ এবং এর অধিভূক্ত সংস্থাসমূহের রেফারেন্স সামগ্রী
• নিউজলেটার সহ তথ্য কেন্দ্র কর্তৃক প্রকাশিত অন্যান্য বাংলা প্রকাশনা
• জাতিসংঘ সনদ
• মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র
• জাতিসংঘ ইয়ারবুক
• আজকের জাতিসংঘ
• বিভিন্ন প্রকার বই, সাময়িকী, ম্যাপ ও এ্যাটলাস
• জাতিসংঘ সংস্থা সমূহের মূল প্রতিবেদন

অনলাইন তথ্য সামগ্রীঃ
• UNBISNET ও জাতিসংঘ সদরদপ্তরের অন্যান্য ডাটাবেজ
• ইউএন অফিসিয়াল ডকুমেন্ট সিস্টেম (ওডিএস)
• জাতিসংঘ পাবলিকেশন ক্যাটালগ
• ইউএন ডকুমেন্টেশন রিসার্চ গাইড

ডিভিডি/ভিডিও সংগ্রহঃ
লাইব্রেরিতে জাতিসংঘের ডিভিডি ও ভিডিও ইউনিট রয়েছে। ভিডিওগুলো মিডিয়া, সরকারি ও বেসরকারি সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনের জন্য লিখিত আবেদনের প্রেক্ষিতে ধার হিসেবে একটি নির্দিষ্ট সময়ের জন্য প্রদান করা হয়। এ ছাড়া তথ্য কেন্দ্রের নিজস্ব অনুষ্ঠানেও এগুলো প্রদর্শনের ব্যাবস্থা করা হয়।

সাইবার ক্যাফেঃ
লাইব্রেরি ব্যাবহারকারীরা একটি নির্দিষ্ট সময়ের জন্য সাইবার ক্যাফে ব্যাবহার করতে পারে। মূলত জাতিসংঘ, উন্নয়নমূলক সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিট করার জন্য উৎসাহিত করা হয়।

লাইব্রেরি’র সময়সূচীঃ
রবিবার – বৃহস্পতিবার (সকাল ৯.০০ – বিকেল ৪.০০ ঘটিকা)

লাইব্রেরি বাবহারকারীকে নিম্নে উল্লেখিত যে কোন একটি পরিচয় পত্র সঙ্গে আনতে হবেঃ

১। জাতীয় পরিচয় পত্র
২। পাসপোর্ট
৩। ড্রাইভিং লাইসেন্স
৪। ছবি যুক্ত এটিএম কার্ড
৫। সরকারি চাকুরীজীবিদের জন্যে সরকারি পরিচয় পত্র

আপনার তথ্যের জন্য যোগাযোগ করুনঃ

ফোনঃ ৯১৮৩০৮৬, ই-মেইলঃ info.unic[at]undp.org