২ এপ্রিল ২০১৮: বিশ্ব অটিজম সচেতনতা দিবসে অটিজমে আক্রান্ত মানুষের অধিকারের পক্ষে আমরা সোচ্চার এবং বৈষম্যের বিরুদ্ধে আমাদের কন্ঠ উচ্চকিত করি।
এ বছর দিবসটিতে, অটিজমে আক্রান্ত নারী ও কিশোরীদের ক্ষমতায়নের গুরুত্বের ওপর আলোকপাত করা হয়েছে।
তারা নানামূখী চ্যালেঞ্জের সম্মুক্ষীণ, যেমন- শিক্ষাগ্রহণ এবং চাকুরী প্রাপ্তিতে অন্যান্যদের মত সমঅধিকারে বাধাপ্রাপ্ত, তাদের প্রজনন সংক্রান্ত অধিকার প্রাপ্তিতে অস্বীকৃতি এবং তাদের নিজস্ব পছন্দের স্বাধীনতায় বাধা ও তাদের প্রয়োজনীয় বিষয়গুলোর নীতি প্রনয়নে তাদের সীমিত অংশগ্রহণ।
লিঙ্গসমতা ও নারীর ক্ষমতায়ন সংক্রান্ত আমাদের কার্যক্রম বিশ্বের সব নারী ও কিশোরীদের কাছে অবশ্যই পৌঁছাতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের উদ্যোগগুলো যা ২০৩০ সালের এজেন্ডার মূল প্রতিশ্রুতি- কাউকে পিছিয়ে না রাখা, তা অবশ্যই তুলে ধরা।
বিশ্ব অটিজম সচেতনতা দিবসে অটিজমে আক্রান্ত সকল ব্যক্তির অংশগ্রহণকে এগিয়ে নিতে আমরা আমাদের প্রতিশ্রুতির পূণর্ব্যক্ত করি এবং এটা নিশ্চিত করি যে, তাদের অধিকার ও মৌলিক স্বাধীনতা অনুশীলনের সক্ষমতায় প্রয়োজনীয় সহায়তা পায়।