জাতিসংঘ তথ্য কেন্দ্র, ঢাকা
জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবনার মাধ্যমে ১৯৮১ সালে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র প্রতিষ্ঠা লাভ করে এবং বাংলাদেশে এর কার্যক্রম শুরু হয়। কেন্দ্রটি জাতিসংঘ সদর দপ্তর পরিচালিত বিশ্বের ৬৩ টি জাতিসংঘ তথ্য কেন্দ্র নেটওয়ার্কের একটি। জাতিসংঘ কর্মকান্ডের তথ্য বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পৌছে দেওয়াই কেন্দ্রটির মূল লক্ষ্য। জাতিসংঘের সর্বশেষ তথ্য প্রাপ্তির ক্ষেত্রে কেন্দ্রটি একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে কাজ করে থাকে। কেন্দ্রটি সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-ছাত্রী, শিক্ষাবিদ ও গবেষকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষকে তথ্য সেবা প্রদান করে আসছে।
জাতিসংঘ তথ্য কেন্দ্র জাতিসংঘের জন তথ্য দপ্তর (ইউএন ডিপিআই), ইউএন কান্ট্রি টিম ও অন্যান্য সংস্থাসমূহের সাথে সমন্বয় করে বাংলাদেশে সমন্বিত যোগাযোগ কৌশলের মাধ্যমে বিভিন্ন বিষয়ভিত্তিক দিবস উদযাপন এবং অন্যান্য তথ্য ও যোগাযোগ কর্মকান্ড পরিচালনা করে থাকে। কেন্দ্রটি জাতিসংঘের সম্পর্কিত তথ্য এদেশের মানুষের দোরগোড়ায় পৌছে দেয়ার প্রচেষ্টায় নিয়োজিত।
জাতিসংঘ তথ্য কেন্দ্র দেশের জাতীয় গণ-মাধ্যমসমূহের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলে এবং তাদেরকে জাতিসংঘ সম্পর্কিত বিভিন্ন প্রেস রিলিজ, প্রবন্ধ ও অন্যান্য তথ্য সামগ্রী সরবরাহ করে থাকে। এছাড়া কেন্দ্রটি বিভিন্ন বিষয়ে সাক্ষাতকার অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনেরও আয়োজন করে থাকে।
কেন্দ্রটি থেকে নিয়মিত নিউজলেটার প্রকাশ করা হয় এবং গ্রন্হাগার, ভিডিও, ও ইন্টারনেট সেবা প্রদান করা হয়। সেমিনার, প্রদর্শনী ও অন্যান্য কার্যক্রমের মাধ্যমে সুশীল সমাজের সাথে কাজও করে থাকে।
তথ্য কেন্দ্রের একটি নিজস্ব (বাংলা ও ইংরেজি ভাষায়) ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে জাতিসংঘের সাম্প্রতিক তথ্যগুলো পরিবেশন করা হয়।
জাতিসংঘ তথ্য কেন্দ্র জাতিসংঘের বিভিন্ন আন্তর্জাতিক দিবস, বছর ও দশক পালন করে থাকে। এছাড়া সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার লোকদের অংশগ্রহণে জাতিসংঘ সম্পর্কিত সেমিনার, কর্মশালা, শিক্ষামূলক কর্মসূচী, প্রেজেন্টেশান, ক্রিড়া, নাটিকা সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচী গ্রহণ করে থাকে।