জাতিসংঘ যুব নিউজলেটার

ইংরেজীতে প্রকাশিত ত্রৈমাসিক পত্রিকা ‘জাতিসংঘ যুব নিউজলেটার’ বাংলাদেশে ‘জাতিসংঘ ইয়ুথ ও এডোলেসেন্ট থিম গ্রুপ’ কর্তৃক প্রকাশিত হয়। প্রকাশনাটির উদ্দেশ্য হলো যুব সম্প্রদায়, যুব সেবা, যুব কর্মকাণ্ডে নিয়োজিত সংস্থার কার্যক্রম, প্রকাশনা ও সবচেয়ে ভাল কাজগুলোর অভিজ্ঞতা বিনিময় করা।

২০১৪:

জাতিসংঘ যুব নিউজলেটার – সংখ্যা ১, মে ২০১৪

জাতিসংঘ যুব নিউজলেটার – সংখ্যা 2, অক্টোবর ২০১৪