ট্যাগ আর্কাইভঃ International Youth Day

ঢাকায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন


Warning: A non-numeric value encountered in /home/unicwp/public_html/wp-content/plugins/lightbox-gallery/lightbox-gallery.php on line 570

আন্তর্জাতিক যুব দিবস র‍্যালীঢাকা, ১২ আগস্ট ২০১৫: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্র, ঢাকাবাসী, হোপ ৮৭ এবং ন্যাশনাল ইয়ুথ ফেডারেশন অব বাংলাদেশ যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা ও র‍্যালীর আয়োজন করে। এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ডঃ শহিদ আখতার হুসেইন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘ তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. মনিরুজ্জামান । অংশগ্রহণকারীদের মাঝে জাতিসংঘ মহাসচিব প্রদত্ত বাণী এবং এলিক্স কার্টুন সম্বলিত যুব দিবস পোস্টার বিতরণ করা হয়। আলোচনা শেষে যুবকদের অংশগ্রহনে এক বর্ণিল  র‍্যালী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। অন্যান্যদের মধ্যে ঢাকাবাসী-এর প্রেসিডেন্ট শুকুর সালেক, ন্যাশনাল ইয়ুথ ফেডারেশন অব বাংলাদেশ-এর প্রেসিডেন্ট দুলাল বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাইদ রেজাউর রহমান, হোপ ৮৭-এর প্রতিনিধি মিস ক্যারোলিন জ্যাকি, সাংবাদিক শিরীন সুলতানা আলোচনা পর্বে বক্তব্য রাখেন। অংশগ্রহণকারী যুবকরাও আলোচনায় যোগ দেন এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। তারা এলিক্স ক্যাম্পেইন তাদের আগ্রহের কথা ব্যক্ত করেন।

আন্তর্জাতিক যুব দিবস ১২ আগস্ট ২০১৫: জাতিসংঘ মহাসচিবের বাণী

173378উদীয়মান হুমকি, সহিংস চরমপন্থা, পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সংকট এবং সামাজিক রূপান্তর এগুলো একত্রে বিশ্ব যুব সমাজের চ্যালেঞ্জসমূহকে উচ্চমাত্রায় নিয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো কি এবং তা নিরসনের শ্রেষ্ঠ উপায় কোনটি – তা তাদের চেয়ে ভালভাবে কেউ জানে না। এই জন্য আমি যুব সমাজকে আহ্বান জানাচ্ছি তাদের বক্তব্য তুলে করতে – এবং নেতাদের তাড়না দিচ্ছি তা শুনতে।

যেহেতু বিশ্ব এক অভূতপূর্ব গতিতে পরিবর্তিত হচ্ছে, একই ধারায় যুব সমাজ প্রমাণ করছে যে তারা উন্নত ও অর্থবহ সমাধান প্রদানের ক্ষেত্রে অমূল্য অংশীদার। তরুণ ও ছাত্র সংগঠনের আন্দোলন চিরাচরিত ক্ষমতার ভিত্তিকে চ্যালেঞ্জ করছে এবং সমাজ ও রাষ্ট্রের মাঝে নতুন এক চুক্তির পক্ষে কথা বলছে।  তরুণ নেতৃত্ব দিয়েছে অভিনব চিন্তা, নিয়েছে সক্রিয় ব্যবস্থা, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় হয়েছে সুসংহত, যা পূর্বে কখনো হয় নি। বিস্তারিত পড়ুন

চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা: জাতিসংঘের আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালন


Warning: A non-numeric value encountered in /home/unicwp/public_html/wp-content/plugins/lightbox-gallery/lightbox-gallery.php on line 570

ঢাকা, ১২ আগস্ট ২০১৪: মানসিক স্বাস্থ্য সমস্যা সর্বদাই আমাদের সমাজে উপেক্ষিত এবং তরুণ সমাজের একটি বৃহৎ অংশ বাংলাদেশসহ সমগ্র বিশ্বে মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়। জাতিসংঘের একটি নতুন প্রকাশনার উদ্ধৃতি দিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুন তাঁর আন্তর্জাতিক যুব দিবসের বাণীতে উল্লেখ করেন বিশ্বের যুব জনগোষ্ঠীর ২০ শতাংশ প্রতিবছর মানসিক স্বাস্থ্য পরিস্থিতির শিকার হয়। এই বছরের আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য “মানসিক স্বাস্থ্য আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ“ এবং থিম হলো “যুব এবং মানসিক স্বাস্থ্য“। যুব দিবসের প্রতিপাদ্যকে তুলে ধরে জাতিসংঘ তথ্য কেন্দ্র, ইউএনএফপিএ, ইউএনভি এবং বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন (বিপিএফ) যৌথ ভাবে ১২ই অগাস্ট বিপিএফ মিলনায়তনে এক চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করে। জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী, ইউএনএফপি প্রতিনিধি এবং এডোলেসেন্ট এন্ড ইয়ুথ গ্রুপ-এর চেয়ারপার্সন আর্জেন্টিনা মাতাভেল পিসিন প্রধান অতিথি হিসেবে এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন। জাতিসংঘ তথ্য কেন্দ্র এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জমান উদ্বোধনী বক্তব্য এবং দিবসটি উপলক্ষে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের বানী পাঠ করেন। কল্যাণী ইনক্লুসিভ স্কুল-এর অধ্যক্ষ আনুজা বেগম সভায় সভাপতিত্ব করেন। বিপিএফ অটিস্টিক শিশুদের অংশগ্রহণে একটি সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান-এর আয়োজন করা হয়। এ ছাড়া গত সপ্তাহ থেকে এক সোশাল মিডিয়া ক্যাম্পেইন শুরু হয়। একটি অটিস্টিক যুবকের হাতে আকা ছবি এই মিডিয়া ক্যাম্পেইন-এ স্থান পায়।