Warning: A non-numeric value encountered in /home/unicwp/public_html/wp-content/plugins/lightbox-gallery/lightbox-gallery.php on line 570
ঢাকা, ১২ আগস্ট ২০১৫: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্র, ঢাকাবাসী, হোপ ৮৭ এবং ন্যাশনাল ইয়ুথ ফেডারেশন অব বাংলাদেশ যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা ও র্যালীর আয়োজন করে। এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ডঃ শহিদ আখতার হুসেইন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘ তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. মনিরুজ্জামান । অংশগ্রহণকারীদের মাঝে জাতিসংঘ মহাসচিব প্রদত্ত বাণী এবং এলিক্স কার্টুন সম্বলিত যুব দিবস পোস্টার বিতরণ করা হয়। আলোচনা শেষে যুবকদের অংশগ্রহনে এক বর্ণিল র্যালী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। অন্যান্যদের মধ্যে ঢাকাবাসী-এর প্রেসিডেন্ট শুকুর সালেক, ন্যাশনাল ইয়ুথ ফেডারেশন অব বাংলাদেশ-এর প্রেসিডেন্ট দুলাল বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাইদ রেজাউর রহমান, হোপ ৮৭-এর প্রতিনিধি মিস ক্যারোলিন জ্যাকি, সাংবাদিক শিরীন সুলতানা আলোচনা পর্বে বক্তব্য রাখেন। অংশগ্রহণকারী যুবকরাও আলোচনায় যোগ দেন এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। তারা এলিক্স ক্যাম্পেইন তাদের আগ্রহের কথা ব্যক্ত করেন।
-
An young participant is taking part in discussion
-
Chief guest Dhaka University Pro-VC and Special guest UNIC OIC
-
UNIC Officer-in-Charge is speaking before the audience