জাতিসংঘ অত্যন্ত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের খোঁজ করছে, যারা আন্তর্জাতিক সিভিল সার্ভেন্ট হিসেবে তাদের প্রফেশনাল কর্মজীবন শুরু করতে প্রস্তুত। ইয়াং প্রফেশনালস প্রোগ্রাম (YPP) হলো একটি নিয়োগ প্রক্রিয়া যার দ্বারা বাৎসরিকভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তরুণ প্রতিভাবান ব্যাক্তিদের জাতিসংঘে নিয়োগ দান করা হয়। সমগ্র বিশ্বের উচ্চ মেধাসম্পন্ন তরুণ প্রফেশনালদের জন্য জাতিসংঘে তাদের পেশাজীবন শুরুর সুযোগ তৈরির ক্ষেত্রে এই প্রতিযোগিতামূলক পরীক্ষাটি একটি প্লাটফর্ম হিসেবে কাজ করে। এই প্রোগ্রামটি শুরু হয়েছে ‘ন্যাশনাল কম্পেটিটিভ রিক্রুটমেন্ট এক্সামিনেশন (NCRE)’ – এর উপর ভিত্তি করে যা ২০১০ সালে সর্বশেষ অনুষ্ঠিত হয়েছে।
আপনি কি YPP- এর পরীক্ষায়ে অংশগ্রহণের জন্য উপযুক্ত?
আপনার কি প্রথম পর্যায়ের বিশ্ববিদ্যালয় ডিগ্রী আছে?
আপনি কি এই বছরের শেষে ৩২ বা এর চেয়ে কমবয়সী?
আপনি কি ইংরেজি এবং/অথবা ফরাসিতে অনর্গল কথা বলতে পারেন?
আপনি কি অংশগ্রহণকারী দেশের নাগরিক?
এই পরীক্ষাটি বিশ্বব্যাপী অনুষ্ঠিত হয় এবং বাৎসরিক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী দেশগুলোর নাগরিকদের জন্য উন্মুক্ত। অংশগ্রহণকারী দেশগুলোর তালিকা প্রতি বছর প্রকাশিত হয় ও বছর বছর এটি পরিবর্তিত হয়।
জাতিসংঘ সচিবালয়ের জেনারেল সার্ভিস ও অন্যান্য সম্পর্কিত ক্যাটাগরিতে যারা কাজ করে থাকে এবং পরবর্তীতে পেশাগত ও উচ্চতর বিভাগে কাজ করতে আগ্রহী, তাদের জন্যও এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে থাকে।
এই প্রতিযোগিতার মাধ্যমে আপনার বাস্তব জ্ঞান, বিশ্লেষণাত্মক চিন্তা, খসড়া তৈরির দক্ষতার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন বিষয় সম্পর্কে আপনার সচেতনতা যাচাই করা হয়।
কৃতকার্য হলে প্রথমিকভাবে আপনাকে দুই বছরের জন্য নিয়োগ দান করা হবে এবং এরপর অব্যাহত নিয়োগের জন্য মূল্যায়ন করা হবে। জাতিসংঘ স্টাফদের দেশের ভিতর এবং দেশের বাইরের বিভিন্ন কর্ম ক্ষেত্র ও বিভিন্ন কর্ম বিভাগে কাজের সুযোগকে সমর্থন করে। নতুন চাকুরী পেয়ে কোন দেশে যোগদানের পর আপনার পরবর্তী কর্মস্থল দ্বিতীয় কোন দেশে হবে। কাজে যাওয়ার আগে আপনাকে ওরিয়েন্টেশন এবং প্রশিক্ষণ ও চাকুরী সংক্রান্ত অন্যান্য সেবা প্রদান করা হবে। আন্তর্জাতিক সিভিল সার্ভেন্ট হিসেবে এগুলো আপনাকে কাজের প্রস্তুতি ও কাজে মানিয়ে নেয়া ইত্যাদিতে সাহায্য করবে, ফলশ্রুতিতে উৎপাদনশীল কর্ম ও চাকুরীর ক্ষেত্রে সন্তুষ্টি অর্জন সহজ হবে।