ট্যাগ আর্কাইভঃ Cultural programme

চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা: জাতিসংঘের আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালন


Warning: A non-numeric value encountered in /home/unicwp/public_html/wp-content/plugins/lightbox-gallery/lightbox-gallery.php on line 570

ঢাকা, ১২ আগস্ট ২০১৪: মানসিক স্বাস্থ্য সমস্যা সর্বদাই আমাদের সমাজে উপেক্ষিত এবং তরুণ সমাজের একটি বৃহৎ অংশ বাংলাদেশসহ সমগ্র বিশ্বে মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়। জাতিসংঘের একটি নতুন প্রকাশনার উদ্ধৃতি দিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুন তাঁর আন্তর্জাতিক যুব দিবসের বাণীতে উল্লেখ করেন বিশ্বের যুব জনগোষ্ঠীর ২০ শতাংশ প্রতিবছর মানসিক স্বাস্থ্য পরিস্থিতির শিকার হয়। এই বছরের আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য “মানসিক স্বাস্থ্য আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ“ এবং থিম হলো “যুব এবং মানসিক স্বাস্থ্য“। যুব দিবসের প্রতিপাদ্যকে তুলে ধরে জাতিসংঘ তথ্য কেন্দ্র, ইউএনএফপিএ, ইউএনভি এবং বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন (বিপিএফ) যৌথ ভাবে ১২ই অগাস্ট বিপিএফ মিলনায়তনে এক চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করে। জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী, ইউএনএফপি প্রতিনিধি এবং এডোলেসেন্ট এন্ড ইয়ুথ গ্রুপ-এর চেয়ারপার্সন আর্জেন্টিনা মাতাভেল পিসিন প্রধান অতিথি হিসেবে এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন। জাতিসংঘ তথ্য কেন্দ্র এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জমান উদ্বোধনী বক্তব্য এবং দিবসটি উপলক্ষে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের বানী পাঠ করেন। কল্যাণী ইনক্লুসিভ স্কুল-এর অধ্যক্ষ আনুজা বেগম সভায় সভাপতিত্ব করেন। বিপিএফ অটিস্টিক শিশুদের অংশগ্রহণে একটি সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান-এর আয়োজন করা হয়। এ ছাড়া গত সপ্তাহ থেকে এক সোশাল মিডিয়া ক্যাম্পেইন শুরু হয়। একটি অটিস্টিক যুবকের হাতে আকা ছবি এই মিডিয়া ক্যাম্পেইন-এ স্থান পায়।