মাসিক আর্কাইভঃ আগস্ট 2015

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল ছায়া জাতিসংঘ সম্মেলন

JMUNসাভার, ২৯ আগস্ট ২০১৫: ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্রের সহায়তায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মডেল ইউএন এসোসিয়েশন (জুমুনা) ২৭ থেকে ২৯ আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত আয়োজন করে মডেল ইউএন সম্মেলন। এই সম্মেলনের প্রতিপাদ্য ছিল “যুদ্ধ নয়, সমঝোতা”। বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত ২৫০ জনেরও বেশি ডেলিগেট এতে অংশগ্রহণ করে। সম্মেলনে জাতিসংঘের ৪ টি কমিটি যেমনঃ বিশ্বব্যাংক, ইউনেস্কো, নিরাপত্তা পরিষদ, সাধারণ সভা-৬ এবং দুটি বিশেষ কমিটি হিসাবে সার্ক ও আন্তর্জাতিক প্রেস গঠিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসাবে সম্মেলনটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে জাতিসংঘ তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন। অন্যান্যদের মধ্যে সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক মুহাম্মাদ তরিকুল ইসলাম, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক মোঃ জান্নাতুল হাবিব, এবং জুমুনা মহাসচিব মোঃ রিয়াজুল করিম বক্তব্য রাখেন।

আন্তর্জাতিক যুব দিবস ১২ আগস্ট ২০১৫: জাতিসংঘ মহাসচিবের বাণী

173378উদীয়মান হুমকি, সহিংস চরমপন্থা, পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সংকট এবং সামাজিক রূপান্তর এগুলো একত্রে বিশ্ব যুব সমাজের চ্যালেঞ্জসমূহকে উচ্চমাত্রায় নিয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো কি এবং তা নিরসনের শ্রেষ্ঠ উপায় কোনটি – তা তাদের চেয়ে ভালভাবে কেউ জানে না। এই জন্য আমি যুব সমাজকে আহ্বান জানাচ্ছি তাদের বক্তব্য তুলে করতে – এবং নেতাদের তাড়না দিচ্ছি তা শুনতে।

যেহেতু বিশ্ব এক অভূতপূর্ব গতিতে পরিবর্তিত হচ্ছে, একই ধারায় যুব সমাজ প্রমাণ করছে যে তারা উন্নত ও অর্থবহ সমাধান প্রদানের ক্ষেত্রে অমূল্য অংশীদার। তরুণ ও ছাত্র সংগঠনের আন্দোলন চিরাচরিত ক্ষমতার ভিত্তিকে চ্যালেঞ্জ করছে এবং সমাজ ও রাষ্ট্রের মাঝে নতুন এক চুক্তির পক্ষে কথা বলছে।  তরুণ নেতৃত্ব দিয়েছে অভিনব চিন্তা, নিয়েছে সক্রিয় ব্যবস্থা, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় হয়েছে সুসংহত, যা পূর্বে কখনো হয় নি। বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মডেল ইউএন কনফারেন্স ২০১৫ (বানমুন) অনুষ্ঠিত

BANMUNজাতিসংঘের ৭০ তম বর্ষপূর্তিতে গত ২৯ জুলাই থেকে ১ আগস্ট ২০১৫ পর্যন্ত জাতিসংঘ যুব ও ছাত্র সমিতি, বাংলাদেশ, ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্রের সহায়তায় আদমজি ক্যান্টনমেন্ট কলেজে আয়োজন করে ৪ দিন ব্যাপী মডেল জাতিসংঘ সম্মেলন, “বানমুন”। বাংলাদেশের ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৭৩ জন ডেলিগেট এই মডেল জাতিসংঘে অংশগ্রহণ করে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র  প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম, এমপি, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জাতিসংঘ তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ মনিরুজ্জামান এবং আদমজি ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তামিম আহমেদ চৌধুরী। সমাপনী অনুষ্ঠানে জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব নাসরুল হামিদ, এমপি প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন। এছাড়াও বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মিকা কানেরবাভাউরি ও মোঃ মনিরুজ্জামান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সম্মেলনে মোট ১০টি কমিটি থেকে ১১টি রেজুলেশন পাশ হয়। ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্রের পক্ষ থেকে সম্মেলনে প্রত্যক অংশগ্রহণকারী ডেলিগেটকে এক সেট করে  জাতিসংঘ প্রকাশনা প্রদান করা হয়।