মাসিক আর্কাইভঃ জুন 2016

জাতিসংঘ মাদক বিরোধী দিবসে যুব সমাজ মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ

Drug২৭ জুন, ঢাকাঃ  মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ ২৭ জুন সোমবার ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের সম্মেলন কক্ষে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র, বেসরকারি সংস্থা লাইফ এবং ইউনিসাবের যৌথ আয়োজনে এক মাদক বিরোধী স্বাক্ষর অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদ হাসান। ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনওডিসির অনুষ্ঠান সমন্নয়ক কামরুল আহসান, লাইফ এর নির্বাহী পরিচালক কামরুল ইসলাম সনি এবং ইনিসাবের সভাপতি মামুন মিয়া।  অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মাহমুদ হাসান তার বক্তব্যে মাদক ব্যবহারের নানা ক্ষতিকর দিক তরুণদের সামনে তুলে ধরেন। তিনি তার বক্তব্যে মাদক নয় জীবনের জয়গান গাওয়ার আহবান জানান। তিনি বলেন শিশু ও তরুণরাই আগামীর ভবিষ্যৎ তারা যেন বিপথে না যায় মাদকাসক্ত না হয় এবং এরাই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে। অনুষ্ঠানে বক্তারা মাদকের বিরুদ্ধে তরুণ আন্দোলন গড়ে তোলার এবং মাদকে আসক্ত না হওয়ার আহবান জানান। তরুণরা তাদের বক্তব্যে মাদকের বিরুদ্ধে কাজ করার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। স্বাক্ষর অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন, এছাড়া ক্লার্ক ইউনিভার্সিটির শিক্ষার্থী রাকিবুল ইসলাম যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা বর্ণনা করেন। ছাত্রছাত্রীরা মাদক নিয়ে তাদের ভাবনার কথা তুলে ধরে এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নেয়।