ঢাকা, সোমবার ১৮ জুলাই ২০১৬: নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র ও জাতিসংঘ যুব ও ছাত্র সমিতি বাংলাদেশ (ইউনিস্যাব) যৌথভাবে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের লাইব্রেরীতে এক পোষ্টার প্রদর্শনী, ভিডিও শো ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের শান্তি ও উন্নয়ন উপদেষ্টা এডওয়ার্ড রিস। এছাড়াও বক্তব্য রাখেন জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের প্রধান পেম ছুকি ওয়াংদি এবং ইউনিস্যাবের প্রতিনিধি আকিব মোহাম্মাদ শাতিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা আলোচনা ও প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন এবং ম্যান্ডেলার জীবন দর্শনের আলোকে ইতিবাচক বিশ্ব গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে পোষ্টার প্রদর্শনী, নেলসন ম্যান্ডেলার জীবনীর উপর ভিডিও শো ও জাতিসংঘ মহাসচিবের বাণী পাঠ করা হয়। জাতিসংঘ মহাসচিবের বাণীর কপি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক বাংলা পোস্টকার্ড অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করা হয়।
ট্যাগ আর্কাইভঃ আলোচনা সভা
জাতিসংঘ মাদক বিরোধী দিবসে যুব সমাজ মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ
২৭ জুন, ঢাকাঃ মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ ২৭ জুন সোমবার ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের সম্মেলন কক্ষে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র, বেসরকারি সংস্থা লাইফ এবং ইউনিসাবের যৌথ আয়োজনে এক মাদক বিরোধী স্বাক্ষর অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদ হাসান। ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনওডিসির অনুষ্ঠান সমন্নয়ক কামরুল আহসান, লাইফ এর নির্বাহী পরিচালক কামরুল ইসলাম সনি এবং ইনিসাবের সভাপতি মামুন মিয়া। অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মাহমুদ হাসান তার বক্তব্যে মাদক ব্যবহারের নানা ক্ষতিকর দিক তরুণদের সামনে তুলে ধরেন। তিনি তার বক্তব্যে মাদক নয় জীবনের জয়গান গাওয়ার আহবান জানান। তিনি বলেন শিশু ও তরুণরাই আগামীর ভবিষ্যৎ তারা যেন বিপথে না যায় মাদকাসক্ত না হয় এবং এরাই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে। অনুষ্ঠানে বক্তারা মাদকের বিরুদ্ধে তরুণ আন্দোলন গড়ে তোলার এবং মাদকে আসক্ত না হওয়ার আহবান জানান। তরুণরা তাদের বক্তব্যে মাদকের বিরুদ্ধে কাজ করার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। স্বাক্ষর অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন, এছাড়া ক্লার্ক ইউনিভার্সিটির শিক্ষার্থী রাকিবুল ইসলাম যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা বর্ণনা করেন। ছাত্রছাত্রীরা মাদক নিয়ে তাদের ভাবনার কথা তুলে ধরে এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নেয়।
আন্তর্জাতিক হলোকাস্ট দিবস ২০১৬ পালিত : আলোচনা ও পোষ্টার প্রদর্শনী
ঢাকা, ২৭ জানুয়ারি ২০১৬: আন্তর্জাতিক হলোকাস্ট দিবস উপলক্ষে গত ২৭ জানুয়ারি ২০১৬ ঢাকাস্হ জাতিসংঘ তথ্য কেন্দ্র হলোকাস্ট নিপিড়নের শিকার ব্যক্তিদের স্মরণে এক আলোচনা সভা ও পোষ্টার প্রদর্শনীর আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী দপ্তরের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মিকা কানেরভাভুরি এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকাস্হ জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ডঃ সায়মা আহমেদ, আশা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক আবু হেনা মোস্তফা কামাল । বক্তাগণ হলোকাস্ট নিপিড়নের শিকার ব্যক্তিদের প্র্তি তাদের সমবেদনা প্রকাশ করেন এবং পৃথিবীতে যে কোন ধরনের নির্যাতন ও গণহত্যার মত নৃশংস কাজের প্র্তি নিন্দা প্রকাশ করেন। এছাড়াও বক্তাদের অনেকেই এধরণের হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি যেন না ঘটে এবং প্র্তিটি ধর্মের প্র্তি শ্রদ্ধা এবং ইতিবাচক দৃষ্টভঙ্গি প্রদর্শনের কথা ব্যক্ত করেন। এ প্রসঙ্গে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন দুঃসহ দিনগুলোর কথাও স্মরণ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহনকারী সবার মাঝে জাতিসংঘ মহাসচিবের বাণী এবং জাতিসংঘ বিষয়ক পুস্তিকা প্রদান করা হয়।
ঢাকায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
ঢাকা, ১২ আগস্ট ২০১৫: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্র, ঢাকাবাসী, হোপ ৮৭ এবং ন্যাশনাল ইয়ুথ ফেডারেশন অব বাংলাদেশ যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা ও র্যালীর আয়োজন করে। এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ডঃ শহিদ আখতার হুসেইন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘ তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. মনিরুজ্জামান । অংশগ্রহণকারীদের মাঝে জাতিসংঘ মহাসচিব প্রদত্ত বাণী এবং এলিক্স কার্টুন সম্বলিত যুব দিবস পোস্টার বিতরণ করা হয়। আলোচনা শেষে যুবকদের অংশগ্রহনে এক বর্ণিল র্যালী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। অন্যান্যদের মধ্যে ঢাকাবাসী-এর প্রেসিডেন্ট শুকুর সালেক, ন্যাশনাল ইয়ুথ ফেডারেশন অব বাংলাদেশ-এর প্রেসিডেন্ট দুলাল বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাইদ রেজাউর রহমান, হোপ ৮৭-এর প্রতিনিধি মিস ক্যারোলিন জ্যাকি, সাংবাদিক শিরীন সুলতানা আলোচনা পর্বে বক্তব্য রাখেন। অংশগ্রহণকারী যুবকরাও আলোচনায় যোগ দেন এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। তারা এলিক্স ক্যাম্পেইন তাদের আগ্রহের কথা ব্যক্ত করেন।
অটিষ্টিক শিশুদের অংশগ্রহণে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন
ঢাকা, ৫ এপ্রিল ২০১৫: বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে ঢাকাস্হ জাতিসংঘ তথ্য কেন্দ্র এবং বাংলাদেশ প্রতিবন্ধি ফাউনডেশন যৌথভাবে অটিষ্টিক আক্রান্ত শিশুদের অংশগ্রহণে বিপিএফ অডিটোরিয়ামে এক সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী এবং আলোচনা সভার আয়োজন করে। উদ্বোধনী বক্তব্যে জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান অটিষ্টিক সংক্রান্ত চ্যালেজ্ঞসমূহ মোকাবেলায় কার্যকরী উদ্যোগ গ্রহণে নীতিপ্রনেতা এবং স্বেচ্ছাসেবা সংগঠনসমূহকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান। বিপিএফ এর নিবার্হী পরিচালক ডাঃ শামিম ফেরদৌস এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে ঢাকা আহছানিয়া মিশনের পরিচালক (কমিউনিকেশন) কাজী আলী রেজা প্রধান অতিথির বক্তব্য রাখেন। বক্তাগণ তাদের বক্তব্যে অটিজম সমস্যার বিভিন্নদিক তুলে ধরেন এবং এর সচেতনতার উপর গুরুত্বারোপ করেন। অটিজম আক্রান্ত শিশুদের অংশগ্রহণে নৃত্যানুষ্ঠান এবং সঙ্গীত পর্ব অনুষ্ঠিত হয় যেখানে দুই শতাধিক শিশু, অবিভাবক, শিক্ষক এবং অতিথি উপস্হিত ছিলেন।
বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০১৪ পালিত
বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবীরা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষ্যে ৫ ডিসেম্বর ২০১৪ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। একটি নতুন বিশ্ব গড়ার লক্ষ্যে এ দিবসে স্বেচ্ছাসেবীরা তাদের অঙ্গীকার পুনর্ব্যাক্ত করেন। বিভিন্ন সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠান ছাড়াও দিবসটি উপলক্ষ্যে ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্র, ঢাকা বাসী, হোপ ৮৭ এবং বাংলাদেশ ন্যাশনাল ফেডারেশন অব ইয়ুথ অর্গানাইজেশন যৌথ ভাবে এক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা বাসী সংগঠনের সভাপতি মোঃ শুকুর সালেক এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘ তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুজ্জামান। স্বেচ্ছাসেবীদের বিভিন্ন দূর্যোগকালীন সময়ে ভূমিকা কেমন হওয়া উচিৎ এবং সমাজ ও মানব কল্যাণে তারা কিভাবে অবদান রাখতে পারে এ বিষয়গুলো ভারপ্রাপ্ত কর্মকর্তা তার বক্তব্যে তুলে ধরেন। এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল ফেডারেশন অব ইয়ুথ অর্গানাইজেশন এর সভাপতি দুলাল বিশ্বাস, হোপ ৮৭ বাংলাদেশের শাখা পরিচালক রেজাউল করিম বাবু, বেতার বাংলার সুজা মাহমুদ এবং টেলিভিশন শিল্পী দিলারা জামান। বিস্তারিত পড়ুন
“নারীর সমতাই হচ্ছে সবার অগ্রগতি” – আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, ৯ মার্চ ২০১৪
ঢাকা, ৯ মার্চ: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতিসংঘ তথ্য কেন্দ্র ঢাকা, জাতিসংঘ যুব ও ছাত্র সমিতি বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস্ এ্যাসোসিয়েশন যৌথভাবে ৯ই মার্চ ২০১৪ তারিখে তরুন প্রজন্মের মাঝে নারীর সমতা অর্জনের গুরুত্ব এবং এই ব্যাপারে সচেতনতা তৈরির উদ্দেশ্যে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের লাইব্রেরীতে এক আলোচনা সভা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী অফিস এর পার্টনারশিপ অফিসার ডেনিয়েল নারানজিলা। জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অনুষ্ঠানের সঞ্চালক মোঃ মনিরুজ্জামান শুরুতে স্বাগত বক্তব্য ও জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের বাণী পাঠ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘ যুব ও ছাত্র সমিতি বাংলাদেশের সভাপতি মোঃ মামুন মিঞা। পরে ছাত্র-ছাত্রীরা উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ছাত্র-ছাত্রীরা মূলত পারিবারিক সহিংসতা, নারীর সাম্যতা ও সবার জন্য উন্নয়ন, নারীর ক্ষমতায়নের অন্তরায় সমূহ, উন্নত জাতির পূর্বশর্ত শিক্ষিত নারী ইত্যাদি বিষয়ের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিন সদস্যবিশিষ্ট বিচারক প্যানেল অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা চারজন বক্তা নির্ধারন করেন। পরে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও সহকর্মীদের নারী দিবসের শুভেচ্ছা হিসেবে গোলাপ ফুল দিয়ে বরন করা হয়।