গ্রামীন তথ্য সেবা বিষয়ে জাতিসংঘ লাইব্রেরি নেটওয়ার্ক কর্মশালা আয়োজিত


Warning: A non-numeric value encountered in /home/unicwp/public_html/wp-content/plugins/lightbox-gallery/lightbox-gallery.php on line 570

02ঢাকা, ২১ ডিসেম্বর ২০১৪: ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র এবং গনগ্রন্থাগার অধিদপ্তরের যৌথ আয়োজনে ‘‘বাংলাদেশে গ্রামীন পর্যায়ে তথ্য সেবা:একটি a2i উদ্যোগ” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা ২১ ডিসেম্বর পাবলিক লাইব্রেরি কনফারেন্স রুমে আয়োজন করা হয়। জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি প্রধান অতিথি হিসেবে উদ্ভোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনায়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এম পি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিক বেরেসফোর্ড, ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর, ইউএনডিপি এবং ড. রনজিত কুমার বিশ্বাস, সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মুস্তাফিজুর রহমান, পরিচালক, এ টু আই  প্রকল্প। বিভিন্ন সরকারি, বেসরকারি, এনজিও এবং আন্তর্জাতিক সংস্থার প্রায় ৪০ জন গ্রন্থাগার এবং তথ্য পেশাজীবি এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালাটি সঞ্চালন করেন জাতিসংঘ তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান।