Warning: A non-numeric value encountered in /home/unicwp/public_html/wp-content/plugins/lightbox-gallery/lightbox-gallery.php on line 570
ঢাকা, ১৮ই এপ্রিল ২০১৫: ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র এবং সেন্টার ফর ইনফরমেশন স্টাডিজ যৌথভাবে ১৭ ও ১৮ই এপ্রিল সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতিসংঘ ও তথ্য সাক্ষরতা বিষয়ে দুই দিন ব্যাপী এক প্রশিক্ষণের আয়োজন করে। স্কুলের ৪০ জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। স্কুলের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন। জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশেষ অতিথি হিসেবে সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা প্রদান করেন। তিনি তার বক্তব্যে জ্ঞান বৈষম্য হ্রাসকরণ এবং বিভিন্ন স্তরের জাতিসংঘ তথ্য সেবার উপর গুরুত্ব আরোপ করেন। এটি ছিল স্কুল ছাত্রীদের সক্ষমতা তৈরির জন্য দ্বিতীয় প্রশিক্ষণ। প্রশিক্ষণের রিসোর্স পার্সনস ছিলেন ঢাকা আহছানিয়া মিশনের পরিচালক (যোগাযোগ) কাজী আলী রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মেজবাহ-উল-ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি জনাব মিনহাজ উদ্দিন আহমেদ, জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান এবং কয়েকজন ছাত্রী। সমাপনী অনুষ্ঠানে সকল প্রশিক্ষণার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়।