২০১৬ হলো এগিয়ে যাবার বছর – টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাঃ আমাদের বিশ্বকে রূপান্তরের জন্য ১৭ টি লক্ষ্য

SDGs Bangla Icons for web2

টেকসই উন্নয়ন এজেণ্ডাকে সামনে রেখে ২০১৬ সাল-কে এগিয়ে যাওয়ার বছর হিসেবে বিবেচনা করা হচ্ছে। “আমাদের বিশ্বকে রূপান্তরঃ ২০৩০ এর টেকসই উন্নয়ন এজেণ্ডা” শিরোনামের নতুন লক্ষ্যমাত্রাসমূহ জাতিসংঘের সদস্য রাষ্ট্র দ্বারা গৃহীত হয় যাতে দারিদ্র বিলোপ, অসমতার বিরুদ্ধে লড়াই, জলবায়ুর পরিবর্তনকে নিয়ন্ত্রন এবং কাউকে বাদ না রেখেই কি ভাবে আরো টেকসই বিশ্ব গড়ে তোলা যায়, তা নিশ্চিত করতে ১৭ টি টেকসই উন্নয়ন লক্ষ্য ও ১৬৯ টি লক্ষ্য বস্তু ঠিক করা হয়েছে। এস.ডি.জি. সমূহ এমন ভাবে নির্ধারণ করা হয়েছে যা স্বভাবতই সারা বিশ্বব্যাপী প্রয়োগযোগ্য, বাস্তব পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ এবং প্রতিটি দেশের জাতীয় নীতি এবং অগ্রাধিকারের কথা বিবেচনায় রাখা হয়েছে।