১৮ ঢাকা, ১৮ নভেম্বর ২০১৫: বাংলাদেশ সরকারের আমন্ত্রনে গত ১৬ থেকে ১৮ নভেম্বর ২০১৫ জাতিসংঘ মহাসচিবের উন্নয়ন অর্থায়ন বিষয়ক বিশেষ উপদেষ্টা নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা বাংলাদেশ সফর করেন। সফরের সমাপ্তি দিনে গত ১৮ নভেম্বর ২০১৫ ঢাকাস্থ সোনারগাঁ হোটেলে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন। এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডঃ আতিউর রাহমান উপস্থিত ছিলেন। বিভিন্ন গণমাধ্যমের জ্যৈষ্ঠ সাংবাদিকবৃন্দ সংবাদ সম্মেলনটিতে অংশগ্রহণ করেন। জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা এসময় বাংলাদেশ সফরকালে তার অভিজ্ঞতা বর্ণনা করেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। নেদারল্যাল্যান্ড দূতাবাসের সাথে যৌথভাবে এই সংবাদ সম্মেলনটির আয়োজন করে জাতিসংঘ বাংলাদেশ ও ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্র।