মাসিক আর্কাইভঃ অক্টোবর 2015

জাতিসংঘের ৭০ তম বর্ষপূর্তি উদযাপন

UNRC speaks at UN Day symposiumঢাকা, ২৪ অক্টোবর ২০১৫: ২০৩০ সালের মধ্যে নতুন বৈশ্বিক লক্ষমাত্রাসমুহ অর্জনের জন্য বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স সকল পক্ষকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের ৭০ তম বর্ষপূর্তিতে স্থানীয় একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখার সময় তিনি এই কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব জনাব মিজানুর রাহমান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। বাংলাদেশের জাতিসংঘ সমিতির প্রেসিডেন্ট বিচারপতি ইবাদুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানের মুখ্য প্রবন্ধ পেশ করেন খ্যাতিমান অর্থনীতিবিদ ডঃ কিউ কে আহমেদ। এউএনএবি- এর মহাসচিব অধ্যাপক সৈয়দ মুহাম্মাদ শাহেদ অনুষ্ঠানটি পরিচালনা করেন। অন্যদের মধ্যে জাতিসংঘের কর্মকর্তা, এনজিও এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং ইউএনএবি-এর সদস্যগণ এতে অংশগ্রহণ করেন।

জাতিসংঘ দিবস ও জাতিসংঘের ৭০তম বর্ষপূর্তি উপলক্ষে ‘বিশ্বকে জাতিসংঘের নীলে রাঙিয়ে দাও’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা

UN Blue Art Contestঢাকা, ২৪ অক্টোবর ২০১৫: জাতিসংঘ দিবস ও জাতিসংঘের ৭০ তম বর্ষপূর্তি উপলক্ষে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র, ঢাকাবাসী ও জাতীয় যুব ফেডারেশন যৌথভাবে শিশুদের জন্য একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতার প্রতিপাদ্য ছিল ‘বিশ্বকে জাতিসংঘের নীলে রাঙিয়ে দাও’। পুরান ধারার ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন লালবাগ কেল্লায় অনুষ্ঠানটির উদ্বোধন করেন স্থানীয় এমপি হাজী মুহাম্মাদ সেলিম। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অন্নদের মধ্যে, আয়োজক সংস্থার প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় সমাজসেবীগণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

জাতিসংঘ দিবস উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন-এর বানী, ২৪ অক্টোবর ২০১৫

333UN 70UN Secretary-General Ban Ki-moon

বিশ্বের প্রতিটি দেশেই জাতীয় পতাকা হলো গর্ব ও দেশপ্রেমের প্রতীক।

কিন্তু শুধুমাত্র একটি পতাকাই আছে যেটি আমাদের সকলের।
জাতিসংঘের সেই নীল পতাকাটি কোরিয়া যুদ্ধ কালে আমার বেড়ে ওঠার সময় আমার জন্য ছিল আশার একটি পতাকা ।

প্রতিষ্ঠার সাত দশক পরও জাতিসংঘ সকল মানব জাতির জন্য একটি আলোকবর্তিকা হিসেবেই রয়ে গেছে।

প্রতিদিন জাতিসংঘ ক্ষুধার্তের জন্য খাদ্যের সংস্থান এবং বাসস্থান থেকে বিতাড়িত মানুষদের জন্য আশ্রয়ের বাবস্থা করে।
বিস্তারিত পড়ুন

২৪ অক্টোবর জাতিসংঘ দিবসে পৃথিবীর দর্শনীয় স্থাপত্যসমুহ ‘জাতিসংঘের নীলে আলোকিত’ করা হবে।

UN Headquarters lit in UN blue © UN Photoজাতিসংঘের ৭০ তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে, ২৪ অক্টোবর, জাতিসংঘ দিবসে প্রায় ৭৫টির মত দেশে তিনশত’রও অধিক স্মৃতিস্তম্ভ, ভবন, স্থাপত্যমূর্তি, সেতু এবং অন্যান্য স্থাপত্যশৈলী নীল আলোয় আলোকিত করা হবে। এটি বিশ্বব্যাপী একটি নতুন প্রচারণার অংশ যা বিশ্ববাসীকে একতাবদ্ধ হতে সাহায্য করবে এবং শান্তি উন্নয়ন এবং মানবাধিকারের বানী মানুষের মাঝে ছড়িয়ে দিবে।
বিস্তারিত পড়ুন