মাসিক আর্কাইভঃ ফেব্রুয়ারী 2015

ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

01ঢাকা, ২১শে ফেব্রুয়ারি: ভাষার জন্য জীবন উৎসর্গকারী সকল ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউনেস্কো বাংলাদেশ, ঢাকাস্হ জাতিসংঘ তথ্য কেন্দ্র ও ড্যাফডিল ইন্টা্রন্যাশনাল ইউনিভার্সিটি যৌথভাবে এক সেমিনার ও সাংস্কৃ্তিক অনুষ্ঠানের আয়োজন করে। ড্যাফডিল ইন্টা্রন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য আধ্যাপক ডঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির (বাংলাদেশে ইউনেস্কো প্রতিনিধি বিট্রীস কালদুন) বক্ত্বব্য পাঠ করেন ইউনেস্কো প্রোগ্রাম অফিসার কিজি তাহনীন। এছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন ড্যাফডিল ইন্টা্রন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য গোলাম রহমান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকাস্হ জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজামান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্হা্পন করেন ভাষা গবেষক অধ্যাপক ডঃ বেগম জাহান আরা। তিনি সর্বস্তরে বাংলা ভাষার প্রমিত রূপ ব্যবহারের উপর গুরুত্বারোপ করে বলেন মাতৃভাষায় পারদর্শিতা থাকলে পৃথিবীর যে কোন ভাষা আয়ত্ব করা সম্ভব। এর আগে ড্যাফডিল ইন্টা্রন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের চিত্র কর্ম দ্বারা একটি প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ড্যাফডিল ইন্টা্রন্যাশনাল ইউনিভার্সিটির সাংস্কৃ্তিক সংগঠন “অল স্টার ড্যাফডিল” কতৃক একটি নাটিকা পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ইউটিউব:  youtube