আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান – ২৩শে ফেব্রুয়ারি ২০১৪


Warning: A non-numeric value encountered in /home/unicwp/public_html/wp-content/plugins/lightbox-gallery/lightbox-gallery.php on line 619

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতিসংঘ তথ্য কেন্দ্র ঢাকা ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটি ২৩শে ফেব্রুয়ারি ২০১৪ তারিখে তরুন প্রজন্মের মাঝে পৃথিবীর সকল মাতৃভাষাকে রক্ষা, সংরক্ষন, উন্নয়ন এবং সমুন্নত রাখার ব্যাপারে সচেতনতা তৈরির উদ্দেশ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে যৌথভাবে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউটের মহাপরিচালক এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডঃ আমিনুল ইসলাম। সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনেস্কোর ভারপ্রাপ্ত কর্মকর্তা কিচি অইয়াচু। জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের বাণী পাঠ করেন । অনুষ্ঠানে আগত অতিথিদের মাঝে জাতিসংঘ মহাসচিবের বাণীর কপি বিতরন করা হয়। জাতিসংঘ তথ্য কেন্দ্রের সাবেক অধিকর্তা কর্মকর্তা কাজী আলী রেজা অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহন করে। ইউনেস্কোর ভারপ্রাপ্ত কর্মকর্তা কিচি অইয়াচু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভাষা ইনষ্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বিদেশি ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করে। এর আগে অনুষ্ঠিত ভাষা চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।