ঢাকা,২৩ জানুয়ারি ২০১৪: জাতিসংঘ তথ্য কেন্দ্র ও সেন্টার ফর ইনফরমেশন স্টাডিজ,বাংলাদেশ (সিস,বি) এর যৌথ উদ্যোগে গত ২২-২৩ জানুয়ারি ২০১৪ সাভার বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতিসংঘ সাক্ষরতা ও তথ্য সাক্ষরতা বিষয়ক এক কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে সাভার-এর ৩টি বিদ্যালয়ের ৩০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘ তথ্য কেন্দ্রর অধিকর্তা কাজী আলী রেজা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রোটারিয়ান সিগফ্রিড জিনজ্যাং ও আর্কাইভিস্ট ফ্লোরাস গের্যাডটস। প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন জাতিসংঘ তথ্য কেন্দ্রের অধিকর্তা কাজী আলী রেজা, নলেজ ম্যানেজমেন্ট অফিসার মো. মনিরুজ্জামান, সিস,বি এর পরিচালক মিনহাজ উদ্দিন আহমদ, গবেষণা পরিচালক ড. মু. মেজবাহ-উল-ইসলাম ও গবেষণা সহযোগী এ. কে. এম নুরুল আলম। দুই দিন ব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
-
Kazi Ali Reza is seen delivering lecture as a resource person
-
Rotarian Sifried Janzing spoke as a special guest
-
M. Moniruzzaman, UNIC KMO is seen speaking as a resource person
-
A teacher is seen speaking before the participants
-
Ms Rahela Khanom, Head Mistress of Savar Girls High School
-
Director of CIS,B, Mr Minhajuddin Ahmed
-
Prof Dr Mezba-ul-Islam, Dept of ISLM, Dhaka University
-
AKM Nurul Alam Apu