মাসিক আর্কাইভঃ ডিসেম্বর 2013

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

ঢাকা, ৬ ডিসেম্বর ২০১৩: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালন উপলক্ষে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যৌথভাবে এক সেমিনারের আয়োজন করে। অধ্যাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলামিষ্ট ও সমাজকর্মী সৈয়দ আবুল মকসুদ ।  সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘ তথ্য কেন্দ্রের অধিকর্তা কাজি আলি রেজা। অনুষ্ঠানে সূচনা বক্তব্য ও জাতিসংঘ মহাসচিবের বাণী পাঠ করেন জাতিসংঘ তথ্য কেন্দ্রের নলেজ ম্যানেজমেন্ট অফিসার মো. মনিরুজ্জামান। বাণীটির কপি অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মাঝে বিতরন করা হয়। জাতিসংঘ তথ্য কেন্দ্র ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক যৌথভাবে বছর-ব্যাপী এক স্বেচ্ছাসেবী ক্যাম্পেইন-এর  শুরু এবং ড্যাফোডিল ইউনিভার্সিটি স্বেচ্ছাসেবক ক্লাবের উদ্ধোধন করা হয়। ২৫০ জন ছাত্র-ছাত্রী ও স্বেচ্ছাসেবী অনুষ্ঠানে অংশগ্রহন  করেন।