ঢাকা,১লা অক্টোবর ২০১৬: গত ২৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক প্রবীণ দিবসকে সামনে রেখে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র ও অন্যান্যদের সহযোগিতায় দৈনিক আলোকিত বাংলাদেশ ‘প্রবীণদের সমস্যাঃ পরিবার ও সমাজের ভূমিকা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক ঢাকা আহছানিয়া মিশন মিলনায়তনে আয়োজন করে। গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা আহছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম। এবারের আন্তর্জাতিক প্রবীণ দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘বয়স বৈষম্য দূর করুন’। গোলটেবিল বৈঠকটিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবীণ হিতৈষী সংঘের মহাসচিব ও জরা বিজ্ঞানী অধ্যাপক ড. এএসএম আতিকুর রহমান। বৈঠকে অন্যান্যের মধ্যে আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান. তিনি তার বক্তব্যে প্রবীণদের নিয়ে জাতিসংঘের নানা কর্মসূচি ও পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন জাতিসংঘ সকল ধরণের বৈষম্য বিরোধী। প্রবীণ বান্ধব চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। সভাপতি কাজী রফিকুল আলম বলেন, ঢাকা আহছানিয়া মিশন প্রবীণদের সেবা করার জন্য দুইটি জরা বিজ্ঞান ইনস্টিটিউট গড়ে তুলবে। দৈনিক আলোকিত বাংলাদেশের যুগ্ম সম্পাদক কাজী আলী রেজা গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন। গোলটেবিল বৈঠকের ক্রোড়পত্র ১লা অক্টোবর দৈনিক আলোকিত বাংলাদেশ-এ প্রকাশিত হয়। – ক্রোড়পত্রটি দেখতে ক্লিক করুন
ট্যাগ আর্কাইভঃ Round-table Seminar
“নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন” প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০১৫ উপলক্ষ্যে গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত
ঢাকা, ৮ মার্চঃ “নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে তুলে ধরে ঢাকাস্হ জাতিসংঘ তথ্য কেন্দ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস্ যৌথভাবে তথ্য কেন্দ্রের সভাকক্ষে আন্তর্জাতিক নারী দিবস ২০১৫ উপলক্ষ্যে এক গোল টেবিল আলোচনার আয়োজন করে। নারীর ক্ষমতায়ন সম্পর্কিত এই আলোচনার বিষয়বস্তুগুলো ছিল কমিশন অন দ্যা স্ট্যার্টাস অব উইমেন (সিএসডাব্লিউ), বেইজিং+২০, অর্থনৈতিক ক্ষেত্রে নারীর অবদান, নারীর রাজনৈতিক সচেতনতা, নারীর প্রতি শ্রদ্ধাবোধ, পরিবার হতে সঠিক আধিকারের চর্চা, নীতি শিক্ষা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার। ঢাকাস্হ জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান আলোচনাটি সঞ্চালন করেন। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোশিয়েসন এর সভাপতি এম জে সোহেল, যুব সংগঠক মোঃ মামুন মিয়া এবং সাংবাদিক সাজিদ রাজু। আলোচনার শুরুতে দিবসটি উপলক্ষ্যে জাতিষংঘ মহাসচিব প্রদত্ত একটি ভিডিও দেখানো হয়। বিশ্ববিদ্যালয়ের শির্ক্ষার্থী এবং তরুণ প্রতিনিধিগণ এই আলোচনায় তাদের মতামত তুলে ধরেন।
সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে পরিবারের ভূমিকাই মুখ্য: আন্তর্জাতিক পরিবার দিবসের অনুষ্ঠানে বক্তারা
ঢাকা, ১৫ মে ২০১৪: ব্যাক্তিত্ব ও সমাজ গঠন এবং আর্থ-সামাজিক উন্নয়নে পরিবারের ভূমিকার বিকল্প নেই বিষয়টি আন্তর্জাতিক পরিবার দিবসের গোল টেবিল বৈঠকে বিভিন্ন বক্তার বক্তব্যের মাধ্যমে উঠে আসে। বক্তারা বলেন, আজকে আমাদের সমাজে যে অস্থিরতা বিরাজ করে তার অন্যতম কারন হল পারিবারিক ও সামাজিক জীবনে নৈতিক শিক্ষার অভাব। নীতি-নৈতিকতার ভিত তৈরি হয় পরিবার থেকেই। কাজেই একটি সুস্থ স্বাভাবিক সমাজ গঠন করতে হলে পরিবারের ভূমিকাকে অস্বীকার করা যায় না।
আন্তর্জাতিক পরিবার দিবস উপলক্ষ্যে ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্র ও ওয়ার্ল্ড ওয়াইড ফ্যামিলি লাভ মুভমেন্ট এর যৌথ আয়োজনে গোল টেবিল-সেমিনারটি আই.ডি.বি ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি; এম.পি, সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার। স্বাগত বক্তব্য ও জাতিসংঘ মহাসচিব বান-কি-মুনের বানী পাঠ করেন জাতিসংঘ তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনএফপি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ড.প্রসন্ন গুনাসেকেরা,ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন এবং ইউএন ওমেন এর সমন্বয়কারী মাহাতাবুল হাকিম।
এছাড়া উক্ত সেমিনারে আলোচক হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ওয়াইড ফ্যামিলি লাভ মুভমেন্ট এর সভাপতি মিসেস তাজকেরা খায়ের, সরকারি বদরুন্নেসা কলেজের সহকারী অধ্যাপক মিসেস রোকসানা গুলশান, নির্ঝর ব্যান্ডের গায়ক জয় শাহ্রিয়ার, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিস এর সিনিয়র গবেষক ড.নাজনিন আহমেদ, সাবেক যুগ্ম সচিব ও ওয়ার্ল্ড ওয়াইড ফ্যামিলি লাভ মুভমেন্ট এর উপদেষ্টা মিসেস নিলুফার বেগম। বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ও যুব প্রতিনিধিসহ প্রায় শতাধিক ব্যাক্তি এই গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করে। একটি সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
-
Chief guest Ms Meher Afroze Chumki, MP, Hon'ble State Minister for Women and Children Affairs, GOB
-
UN Resident Coordinator, Mr Neal Walker is seen addressing the audience
-
Social Scientist and Economist Dr. Nazneen Ahmed of BIDS is taking part in discussion
-
A partial view of the Round-table Seminar
-
Celebrity Joy Shahriar
-
Prof Delwar Hossain, Dept of IR, Dhaka University is seen speaking
-
Special Guest Dr Prasanna Gunasekera, OIC, UNFPA (extreme left)
-
The youth segment of participants
-
Mr Mahtabul Hakim, Coordinator (VAW), UN Women
-
UNIC OIC M. Moniruzzaman is seen speaking
-
A partial view of participants
-
A partial view of audience