ঢাকা, ৮ জুন ২০১৫: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ঢাকাস্হ জাতিসংঘ তথ্যকেন্দ্র এবং জাতিসংঘ ইয়ুথ এন্ড স্টুডেন্ট আ্যাসোসিয়েশন (ইউনিস্যাব) গত ৮ জুন তথ্য কেন্দ্রের সম্মেলন কক্ষে এক গোল টেবিল বৈঠকের আয়োজন করে। এমডিজি এবং ২০১৫-পরবর্তী উন্নয়ন বিষয়ক এই আলোচনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় যুগ্মসচিব জনাব মাহমুদ হাসান প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন। ইউএনডিপি’র টেকসই উন্নয়ন বিষয়ক সিনিয়র উপদেষ্টা জনাব আমিনুল ইসলাম এবং ইউনিডো বাংলাদেশ এর প্রধান কর্মকর্তা জনাব যাকি-উজ-জামান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিস্যাব প্রেসিডেন্ট মামুন মিয়া এবং সাংবাদিক মহিউদ্দিন কাওসার। আলোচনায় অংশগ্রহণকারীবৃন্দ পরিবেশ রক্ষা এবং কার্বন হ্রাস কমানোর ব্যাপারে তাদের প্র্তিশ্রুতি ব্যক্ত করেন। জাতিসংঘের ৭০ বছর পূর্তি এবং টাইম ফর গ্লোবাল অ্যাকশন- ২০১৫ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত বৈঠকটি সঞ্চালনা করেন ঢাকাস্হ জাতিসংঘ তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজামান। পরে অংশগ্রহণকারীগণ প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। এছাড়া পরিবেশ বিষয়ে জাতিসংঘের একটি ভিডিও প্রদর্শন করা হয় এবং দিবসটি উপলক্ষ্যে বাংলায় অনুবাদকৃত জাতিসংঘ মহাসচিবের বানীটি অংশগ্রহণকারীদের মাঝে বিতরন করা হয়।
ট্যাগ আর্কাইভঃ বিশ্ব পরিবেশ দিবস
”হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়াবোনা আর” প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন
ঢাকা, ০৫ জুন ২০১৪: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এর প্রতিপাদ্যকে তুলে ধরে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র, ইউএনডিপি বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের যৌথ উদ্যোগে ৫ই জুন ঢাকা বিশ্ববিদ্যালয় আর সি মজুমদার অডিটোরিয়ামে এক সেমিনারের আয়োজন করা হয়। ইউএনডিপি’র সিনিয়র এ্যাডভাইজার জনাব আমিনুল ইসলাম সেমিনারে প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সিনিয়র অধ্যাপক ড. এস এম ইমামুল হক অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করেন। জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের বাণী পাঠ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডেমোক্রেটিক বাজেট মুভমেন্টের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ মামুন মিয়া। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র- ছাত্রীবৃন্দ মুক্ত আলোচনায় অংশগ্রহন করে পরিবেশ বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন এবং পরিবেশ রক্ষায় জাতিসংঘ এবং সরকারী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি সুপারিশ রাখেন।