ট্যাগ আর্কাইভঃ বক্তৃতা প্রতিযোগিতা

“নারীর সমতাই হচ্ছে সবার অগ্রগতি” – আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, ৯ মার্চ ২০১৪

iwd1

ঢাকা, ৯ মার্চ: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতিসংঘ তথ্য কেন্দ্র ঢাকা, জাতিসংঘ যুব ও ছাত্র সমিতি বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস্ এ্যাসোসিয়েশন যৌথভাবে  ৯ই মার্চ ২০১৪ তারিখে তরুন প্রজন্মের মাঝে নারীর সমতা অর্জনের গুরুত্ব এবং  এই ব্যাপারে সচেতনতা তৈরির উদ্দেশ্যে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের লাইব্রেরীতে এক আলোচনা সভা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী অফিস এর পার্টনারশিপ অফিসার ডেনিয়েল নারানজিলা। জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অনুষ্ঠানের সঞ্চালক মোঃ মনিরুজ্জামান শুরুতে স্বাগত বক্তব্য ও জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের বাণী পাঠ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘ যুব ও ছাত্র সমিতি বাংলাদেশের সভাপতি মোঃ মামুন মিঞা।  পরে ছাত্র-ছাত্রীরা উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ছাত্র-ছাত্রীরা মূলত পারিবারিক সহিংসতা, নারীর সাম্যতা ও সবার জন্য উন্নয়ন, নারীর ক্ষমতায়নের অন্তরায় সমূহ, উন্নত জাতির পূর্বশর্ত শিক্ষিত নারী ইত্যাদি বিষয়ের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিন সদস্যবিশিষ্ট বিচারক প্যানেল অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা চারজন বক্তা নির্ধারন করেন। পরে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও সহকর্মীদের নারী দিবসের শুভেচ্ছা হিসেবে গোলাপ ফুল দিয়ে বরন করা হয়।