চট্রগ্রাম,মঙ্গলবার ০৬ অক্টোবর ২০১৬: চট্রগ্রাম প্রেস ক্লাব এবং নিপ্পণ একাডেমীর সহযোগিতায় ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র চট্রগ্রাম প্রেস ক্লাব অডিটোরিয়ামে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ে একটি সেমিনারের আয়োজন করে। বিভাগীয় পর্যায়ে এসডিজি প্রচারণা এবং ২০৩০ সালের মধ্যে এসডিজি’র ১৭টি লক্ষ্যমাত্রা অর্জনে জনগণের সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যেই এই সেমিনারটির আয়োজন করা হয়। উল্লেখ্য বাংলাদেশে এসডিজি বাস্তবায়নে বাংলাদেশ সরকার মূল ভূমিকা পালন করছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো কর্তৃক ২০১৫ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০ গৃহীত হয় । সেমিনারে জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, এসডিজি উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন। জাতিসংঘ মহাসচিবের বাণী উদ্ধৃতি করে তিনি বলেন কাওকে বাদ না রেখে এই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে, এবং জাতিসংঘ এ লক্ষ্যে বাংলাদেশ সরকার এবং অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের সাথে কাজ করে চলেছে। বিস্তারিত পড়ুন
ট্যাগ আর্কাইভঃ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক সেমিনার
.
চট্রগ্রাম, বুধবার ০৫ অক্টোবর ২০১৬: টেকসই উন্নয়ন এজেন্ডা-২০৩০ অর্জনে তরুণদের সম্পৃক্ত করার উদ্দেশ্যে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র এবং চট্রগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি যৌথভাবে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি মিলনায়তনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ে একটি সেমিনারের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য ডঃ মাহফুজুল হক চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন এবং বিশেষ হিসেবে বক্তব্য রাখেন নিপ্পন একাডেমির প্রতিষ্ঠাতা ও জাপানের অনারারি কনসাল জেনারেল মুহাম্মদ নুরুল ইসলাম। জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তার বক্তব্যে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নিয়ে আলোচনা করেন যা ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সদর দপ্তরে সদস্যদেশগুলো কর্তৃক গৃহীত হয়। উল্লেখ্য ১৫ বছরের জন্য তৈরী এই ১৭টি বৈশ্বিক লক্ষ্যমাত্রা ২০১৬ থেকে শুরু হয়ে ২০৩০ সাল নাগাদ অর্জনের সময়সীমা নির্ধারিত হয়েছে। উন্মুক্ত আলোচনা পর্বে বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে জাতিসংঘের মানবিক কার্যক্রমের ওপর একটি ভিডিও প্রদর্শন করা হয়। উপস্থিত ছাত্রছাত্রীর মাঝে জাতিসংঘের প্রকাশনাসহ এসডিজি পোষ্টকার্ড বিতরণ করা হয় ।