ট্যাগ আর্কাইভঃ গোল টেবিল আলোচনা

“নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন” প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০১৫ উপলক্ষ্যে গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত

1ঢাকা, ৮ মার্চঃ “নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে তুলে ধরে ঢাকাস্হ জাতিসংঘ তথ্য কেন্দ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস্ যৌথভাবে তথ্য কেন্দ্রের সভাকক্ষে আন্তর্জাতিক নারী দিবস ২০১৫ উপলক্ষ্যে এক গোল টেবিল আলোচনার আয়োজন করে। নারীর ক্ষমতায়ন সম্পর্কিত এই আলোচনার বিষয়বস্তুগুলো ছিল কমিশন অন দ্যা স্ট্যার্টাস অব উইমেন (সিএসডাব্লিউ), বেইজিং+২০, অর্থনৈতিক ক্ষেত্রে নারীর অবদান, নারীর রাজনৈতিক সচেতনতা, নারীর প্রতি শ্রদ্ধাবোধ, পরিবার হতে সঠিক আধিকারের চর্চা, নীতি শিক্ষা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার। ঢাকাস্হ জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান আলোচনাটি সঞ্চালন করেন।  অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোশিয়েসন এর সভাপতি এম জে সোহেল, যুব সংগঠক মোঃ মামুন মিয়া এবং সাংবাদিক সাজিদ রাজু।  আলোচনার শুরুতে দিবসটি উপলক্ষ্যে জাতিষংঘ মহাসচিব প্রদত্ত একটি ভিডিও দেখানো হয়। বিশ্ববিদ্যালয়ের শির্ক্ষার্থী এবং তরুণ প্রতিনিধিগণ এই আলোচনায় তাদের মতামত তুলে ধরেন।