ঢাকা, ৮ মার্চঃ “নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে তুলে ধরে ঢাকাস্হ জাতিসংঘ তথ্য কেন্দ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস্ যৌথভাবে তথ্য কেন্দ্রের সভাকক্ষে আন্তর্জাতিক নারী দিবস ২০১৫ উপলক্ষ্যে এক গোল টেবিল আলোচনার আয়োজন করে। নারীর ক্ষমতায়ন সম্পর্কিত এই আলোচনার বিষয়বস্তুগুলো ছিল কমিশন অন দ্যা স্ট্যার্টাস অব উইমেন (সিএসডাব্লিউ), বেইজিং+২০, অর্থনৈতিক ক্ষেত্রে নারীর অবদান, নারীর রাজনৈতিক সচেতনতা, নারীর প্রতি শ্রদ্ধাবোধ, পরিবার হতে সঠিক আধিকারের চর্চা, নীতি শিক্ষা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার। ঢাকাস্হ জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান আলোচনাটি সঞ্চালন করেন। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোশিয়েসন এর সভাপতি এম জে সোহেল, যুব সংগঠক মোঃ মামুন মিয়া এবং সাংবাদিক সাজিদ রাজু। আলোচনার শুরুতে দিবসটি উপলক্ষ্যে জাতিষংঘ মহাসচিব প্রদত্ত একটি ভিডিও দেখানো হয়। বিশ্ববিদ্যালয়ের শির্ক্ষার্থী এবং তরুণ প্রতিনিধিগণ এই আলোচনায় তাদের মতামত তুলে ধরেন।
ট্যাগ আর্কাইভঃ আন্তর্জাতিক নারী দিবস
“নারীর সমতাই হচ্ছে সবার অগ্রগতি” – আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, ৯ মার্চ ২০১৪
ঢাকা, ৯ মার্চ: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতিসংঘ তথ্য কেন্দ্র ঢাকা, জাতিসংঘ যুব ও ছাত্র সমিতি বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস্ এ্যাসোসিয়েশন যৌথভাবে ৯ই মার্চ ২০১৪ তারিখে তরুন প্রজন্মের মাঝে নারীর সমতা অর্জনের গুরুত্ব এবং এই ব্যাপারে সচেতনতা তৈরির উদ্দেশ্যে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের লাইব্রেরীতে এক আলোচনা সভা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী অফিস এর পার্টনারশিপ অফিসার ডেনিয়েল নারানজিলা। জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অনুষ্ঠানের সঞ্চালক মোঃ মনিরুজ্জামান শুরুতে স্বাগত বক্তব্য ও জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের বাণী পাঠ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘ যুব ও ছাত্র সমিতি বাংলাদেশের সভাপতি মোঃ মামুন মিঞা। পরে ছাত্র-ছাত্রীরা উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ছাত্র-ছাত্রীরা মূলত পারিবারিক সহিংসতা, নারীর সাম্যতা ও সবার জন্য উন্নয়ন, নারীর ক্ষমতায়নের অন্তরায় সমূহ, উন্নত জাতির পূর্বশর্ত শিক্ষিত নারী ইত্যাদি বিষয়ের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিন সদস্যবিশিষ্ট বিচারক প্যানেল অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা চারজন বক্তা নির্ধারন করেন। পরে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও সহকর্মীদের নারী দিবসের শুভেচ্ছা হিসেবে গোলাপ ফুল দিয়ে বরন করা হয়।
-
The participants, guests, staff members including supporting staffs are provided with a rose as a gift of of Int'l Women's Day
-
A contestant is seen speaking before the audience
-
A participant is delivering his speech
-
A partial view of the participants
-
Panel of judges
-
Best speaker is seen receiving prize from the guests
-
Ms Danielle Naranjilla, Partnerships Officer, UNRC Office is seen delivering her speech
-
Mamun Mia, President, UNYSAB
-
M. Moniruzzaman, UNIC KMO is seen moderating the session