মাসিক আর্কাইভঃ ডিসেম্বর 2017

নববর্ষ উপলক্ষে জাতিসংঘ মহাসচিব এন্টোনিও গুটেরেস-এর ভিডিও বার্তা: বিশ্বের জন্য সতর্কতা – ১ জানুয়ারী ২০১৮

সমগ্র বিশ্বের বন্ধুগণ,

শুভ নববর্ষ।

এক বছর আগে যখন আমি জাতিসংঘে যোগদান করি, তখন ২০১৭ সালকে  শান্তিপূর্ণ বর্ষে পরিণত করার  আবেদন জানিয়েছিলাম।

দুর্ভাগ্যবশত, মূলত এর উল্টোটাই ঘটেছে।

২০১৮ সালের নববর্ষের এই দিনে, আমি কোন আবেদন করছি না। আমি আমাদের এই বিশ্বের জন্য একটি সংকেত অর্থাৎ বিপদ  সংকেত জানাচ্ছি ।

সংঘর্ষ অনেক গভীর হয়েছে এবং নতুন বিপদের উথ্থান ঘটেছে।

স্নায়ু যুদ্ধ পরবর্তী পরমাণু অস্ত্রের বিষয়ে বৈশ্বিক উদ্বেগ এখন সর্বাধিক।

আমাদের চেয়ে জলবায়ুর পরিবর্তন দ্রুততর হচ্ছে । বিস্তারিত পড়ুন

জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর যুব ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ

জাতিসংঘের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (ডিইউমুনা) গত ১৮-২১ ডিসেম্বর ২০১৭ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চার দিনব্যাপী জাতিসংঘ মডেল সম্মেলনের আয়োজন করে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ । বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিজ্ মিয়া সেপ্পো ও এম্বাসেডর ফারুক সোবহান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। মাননীয় প্রতিমন্ত্রী তার বক্তৃতায়, বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের ওপর আলোকপাত করেন এবং ডেলিগেটদের সাথে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। মিজ সেপ্পো তার বক্তৃতায় এসডিজি, অভিবাসন, নগরায়ন, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা, মানবাধিকার, যুব উন্নয়ন এবং জাতিসংঘের সংস্কারসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। সম্মেলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪৫০ জন ডেলিগেট অংশগ্রহণ করেন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নাসরিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। মাননীয় সংসদ সদস্য ও সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য জনাব নাহিম রাজ্জাক এবং ইউএনডিপি কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন। এ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্রের ন্যাশনাল ইনফরমেশন অফিসার মো. মনিরুজ্জামান এবং ইউনিস্যাব প্রেসিডেন্ট মামুন মিয়াঁ বক্তব্য রাখেন। অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিনিধিকে জাতিসংঘের প্রকাশনা ও এসডিজি পোস্ট কার্ড প্রদান করা হয়।