মাসিক আর্কাইভঃ মার্চ 2017

ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র ও শহীদ তিতুমীর একাডেমী মানিকগঞ্জ গত ৮ মার্চ বিদ্যালয় মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করে। সেমিনারের সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক। প্রধান অতিথি হিসেবে জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর মূল প্রবন্ধ পাঠ করেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাক্তন পরিচালক  মনোয়ারা সরকার। আলোচনা শেষে, শিক্ষার্থীরা প্রশ্নোত্তোর পর্বে অংশ নেয়। সেমিনারে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।শিক্ষার্থীদের মাঝে জাতিসংঘ সম্পর্কিত বাংলায় প্রকাশিত পুস্তক বিতরন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক এবং ঢাকাস্হ জাতিসংঘ তথ্য কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করেন।