মাসিক আর্কাইভঃ জুলাই 2016

ঢাকায় পালিত হল নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস

01 ঢাকা, সোমবার ১৮ জুলাই ২০১৬: নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র ও জাতিসংঘ যুব ও ছাত্র সমিতি বাংলাদেশ (ইউনিস্যাব) যৌথভাবে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের লাইব্রেরীতে এক পোষ্টার প্রদর্শনী, ভিডিও শো ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন  জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের শান্তি ও উন্নয়ন উপদেষ্টা এডওয়ার্ড রিস। এছাড়াও বক্তব্য রাখেন জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের প্রধান পেম ছুকি ওয়াংদি এবং ইউনিস্যাবের প্রতিনিধি আকিব মোহাম্মাদ শাতিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীরা আলোচনা ও প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন এবং ম্যান্ডেলার জীবন দর্শনের আলোকে ইতিবাচক বিশ্ব গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে পোষ্টার প্রদর্শনী, নেলসন ম্যান্ডেলার জীবনীর উপর ভিডিও শো ও জাতিসংঘ মহাসচিবের বাণী পাঠ করা হয়। জাতিসংঘ মহাসচিবের বাণীর কপি এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক বাংলা পোস্টকার্ড অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করা হয়।

মডেল জাতিসংঘ সম্মেলন ২০১৬ অনুষ্ঠিত

Untitled-1ঢাকা, শনিবার, ১৬ জুলাই, ২০১৬: ঢাকাস্থ্ জাতিসংঘ তথ্য কেন্দ্রের সহযোগিতায় জাতিসংঘ যুব ও ছাত্র সমিতি বাংলাদেশ ( ইউনিস্যাব) আদমজী ক্যান্টনমেন্ট কলেজ মিলনায়তনে গত ১৩ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত ৪ দিনব্যাপী জাতিসংঘ মডেল সম্মেলন (বানমুন-২০১৬) আয়োজন করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫০ জনেরও বেশি প্রতিনিধি জাতিসংঘের এই মডেল সম্মেলনে অংশ নেয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য এডভোকেট সনজিদা খানম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ্ জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথির আসন অলঙ্করণ করেন মাননীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক, আদমজী ক্যান্টনমেন্ট কলজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তামিম আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ সৈয়দ মোঃ শাইখ ইমতিয়াজ এবং বিস্তারিত পড়ুন