মাসিক আর্কাইভঃ মে 2016

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন

President-min-1ঢাকা, ২৯ মে ২০১৬: আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় যৌথভাবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং শান্তি ও মানবতা রক্ষায় যে সকল শান্তিরক্ষী জীবন দান করেছেন তাদের পরিবারের সদস্য ও আহত শান্তিরক্ষীদের হাতে ক্রেস্ট তুলে দেন। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স তার সুচনা বক্তব্যে শান্তিরক্ষী মিশনের কর্মকাণ্ড ও বাংলাদেশী শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম,এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তিন বাহিনীর  প্রধানগণ, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব, পুলিশ প্রধান এবং উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাবৃন্দ। মন্ত্রী, এমপি, সামরিক কর্মকর্তা, পুলিশ, বেসামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, জাতিসংঘ কর্মকর্তা ও বিভিন্ন দেশের কূটনৈতিকবৃন্দসহ ১৫০০ অতিথি অনুষ্ঠানটিতে অংশ নেয় । এছাড়া একই দিন সকালে সশস্ত্র বাহিনী, পররাষ্ট্র মন্ত্রণালয়  ও জাতিসংঘ সংস্থার কর্মকর্তাদের অংশগ্রহণে এক পিস রান অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি ছিলেন বক্তব্য রাখেন পররাষ্ট্র  প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম,এমপি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী আর্জেন্টিনা মাটাভেল পিচিন । বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টিভি চ্যানেলগুলো দিবসটি উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে এবং পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করে।

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি ওয়াটকিন্স-এর বানী – ২৯ মে ২০১৬

bang + eng-01(1)

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এর বানী – ২৯ মে ২০১৬

01-01

পরিবার, স্বাস্থ্যকর জীবন ও টেকসই ভবিষ্যৎ : আন্তর্জাতিক পরিবার দিবস পালন

Untitled-1-minঢাকা,২৮ মে, ২০১৬: আন্তর্জাতিক পরিবার দিবস উপলক্ষে ঢাকাস্থ্য জাতিসংঘ তথ্য কেন্দ্র, গার্হস্থ্য অর্থনীতি কলেজ এবং ওয়ার্ল্ডওয়াইড ফ্যামিলি লাভ মুভমেন্ট যৌথভাবে ২৮ মে গার্হস্থ্য অর্থনীতি কলেজ মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করে। গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ শামসুন নাহারের সভাপত্বিতে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাসরিন বেগম। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইন্সটিটিউটের পরিচালক মোহাম্মাদ আবু সাদেক এবং জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তার বক্তব্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিভিন্ন দিক এবং এ বছরের পরিবার দিবসের প্রতিপাদ্য “পরিবার, স্বাস্থ্যকর জীবন ও টেকসই ভবিষ্যত” বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা হাজেরা নজরুল, ওয়ার্ল্ডওয়াইড ফ্যামিলি লাভ মুভমেন্টের সভাপতি তাজকেরা খায়ের এবং অধ্যাপিকা নাজমা বেগম। দিবসটি উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বাণী পাঠ করা হয় এবং এর কপি সকলের মাঝে বিতরণ করা হয়। এছাড়া অংশগ্রহণকারীদের মাঝে এসডিজি পোষ্ট কার্ডও বিতরণ করা হয়। অনুষ্ঠানে ছাত্রী, শিক্ষক এবং অতিথিসহ তিন শতাধিক লোক অংশগ্রহন করে।

নিবন্ধ – বিশ্ব হিউম্যানিটেরিয়ান শীর্ষ সম্মেলন ২০১৬: অংশীদারিত্বমূলক মানবতার একটি কার্যসূচী – রবার্ট ডি.ওয়াটকিন্স, জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী – বাংলাদেশ

WHSUNRC Photo.small sizeঢাকা, ২১ মে শনিবার ২০১৬: সিরিয়ার গৃহযুদ্ধের আবির্ভাব এবং ভূমধ্যসাগরের অববাহিকায় অভিবাসীদের মর্মান্তিক হৃদয়বিদারক  ঘটনার মধ্য দিয়ে আজ আমরা একটি বিষয় প্রত্যক্ষভাবে অনুধাবন  করছি আর তা হলো মানবিক সংকট উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে । বর্তমানে অন্তত ১২ কোটি ৫০ লক্ষ মানুষের জন্য  মানবিক সহায়তা প্রয়োজন । এদের মধ্যে ৬ কোটি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই  বাস্তুহারা মানুষের সর্ববৃহৎ উপস্থাপন । এই ক্রমবর্ধমান সঙ্কট বিশ্বের বহু স্থান জুড়ে ঘটছে, কিন্তু এটি বিশেষ করে ৩৭ টি দেশের মধ্যে তীব্রভাবে দেখা যাচ্ছে ।

মানবতামূলক কার্যক্রম ক্রমশ জটিল এবং চারিত্রিকভাবে বহুধরনের হয়ে উঠছে ।  আবার একই সময়, সংস্থান সংগ্রহের মাধ্যম ক্রমশ দুর্লভ হয়ে আসছে কারন এই সঙ্কট মোকাবেলার জন্য দাতা দেশগুলো তাদের সীমিত জাতীয় মানবিক এবং উন্নয়ন বাজেটের সমুদয় সাহায্য অর্পণ করছে ।  সংঘাত এবং দুর্যোগ আক্রান্ত লক্ষ লক্ষ জনসাধারনকে কার্যকর ও দক্ষ মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে গত বছর জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বিশ্বব্যাপী সমন্বিত মানবিক সহায়তা কার্যক্রম গ্রহনের আহবান জানান ।  এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য  তাঁর আহবানে সাড়া দিয়ে নতুন ভাবে যৌথ প্রচেষ্টা উপস্থাপনের জন্য বিশ্বের নেতারা ২৩-২৪ মে ইস্তাম্বুলে প্রথমবারের মত বিশ্ব হিউম্যানিটেরিয়ান শীর্ষ সম্মেলনে একত্রিত হবেন । এই সামিটটি  বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের দৃষ্টিকোণ এবং প্রস্তাব উপস্থাপন করার জন্য পরিকল্পনা করা হয়েছে ।
বিস্তারিত পড়ুন