মাসিক আর্কাইভঃ মার্চ 2016

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিতর্ক ও স্লোগান প্রতিযোগিতা

UNRC and UN agency staff members at IWD Day event at UNIC Dhaka

ঢাকা,  ৮ মার্চ ২০১৬: আন্তর্জাতিক নারী দিবস  উপলক্ষে গত ৮ মার্চ ২০১৬ ঢাকাস্হ জাতিসংঘ তথ্য কেন্দ্র এক বিতর্ক ও স্লোগান প্রতিযোগিতার আয়োজন করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই বিতর্কের বিষয় ছিল “ধরিত্রী  ৫০-৫০:২০৩০ সাল নাগাদ নারী পুরুষের সমতা অর্জন সম্ভব”। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স প্রধান অতিথি হিসেবে  বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন। এছাড়া তিনি প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকাস্হ জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে জাতিসংঘ কমিউনিকেশন ও অ্যাডভোকেসি গ্রুপ থেকে ইউনিডো প্রধান জাকি-উজ-জামান, ইউএনওডিসি প্রধান কামরুল ইসলাম এবং ইউনেস্কো,ইউএনএফপিএ এবং ডাব্লিউএফপির যোগাযোগ কর্মকর্তা যথাক্রমে নাইমা নার্গিস, আসমা আক্তার এবং মাহরিন আহমেদ বিচারকের দায়িত্ব পালন করেন এবং বক্তব্য রাখেন। বিতর্ক প্রতিযোগিতায় জাতিসংঘ যুব ও ছাত্র সমিতি বাংলাদেশ (ইউনিস্যাব) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল জাতিসংঘ সমিতি (ডুমুনা) অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।