জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বিশ্ব নেতৃবৃন্দ কর্তৃক গত সেপ্টেম্বরে গৃহীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সমূহ অর্জনে প্রচারণামূলক কার্যক্রমে সহায়তার লক্ষ্যে নিয়োগপ্রাপ্ত বিশিষ্ট ব্যাক্তিবর্গের নাম ঘোষণা করেন। জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে গতি সঞ্চারণ এবং ২০৩০ সাল নাগাদ এস.ডি.জি. অর্জনে তার প্রতিশ্রুতিতে সহায়তার লক্ষ্যে নতুন নিয়োগকৃত এস.ডি.জি. এডভোকেটবৃন্দ রূপকল্প কার্যক্রম ও রুপান্তরিত টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নে শক্তিশালী কণ্ঠ যোগ করবেন। এই ১৭টি লক্ষ্যমাত্রার উদ্দেশ্য হলো কাউকে বাদ না রেখে দারিদ্র বিলোপ, অসমতার বিরুদ্ধে লড়াই, জলবায়ুর পরিবর্তনকে নিয়ন্ত্রন করা।
এস.ডি.জি. এডভোকেটবৃন্দ বিশ্বপরিমণ্ডলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ তুলে ধরা, এর সাথে সম্পৃক্ত বৈশিষ্ট্যাসমূহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং লক্ষ্যমাত্রা বাস্তবায়নে নতুন অংশীদারদের সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করবেন।
নানা বিষয়ে দক্ষ উপদেষ্টামণ্ডলী এস.ডি.জি. লক্ষ্যমাত্রা বাস্তবায়নের লক্ষ্যে সুশীল সমাজ, শিক্ষাবিদ, সংসদ সদস্য এবং বেসরকারি সংস্থাগুলোর সাথে সম্পৃক্ত হয়ে নতুন ও যুগান্তকারী ধারনা উন্নয়ন এবং তা বাস্তবায়নের পথ নির্দেশে কাজ করবেন। উল্লেখিত উপদেষ্টা পরিষদে রয়েছেন সরকার ও রাষ্ট্রপ্রধান, ব্যবসায়ি ও রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ এবং শিল্পীবৃন্দ যারা নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন।
ঘানার রাষ্ট্রপতি জন দ্রামানি মাহামা এবং নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সোলবার্গ উপদেষ্টা পরিষদের কো-চেয়ার হিসেবে নিয়োজিত থাকবেন, অন্যান্য এডভোকেটবৃন্দ হলোঃ
বেলজিয়ামের মহামান্য রাণী ম্যাথিলদে
সুইডেনের মহামান্য রাজকন্যা ভিক্টোরিয়া
মিঃ রিচার্ড কার্টিজ, চিত্রনাট্য লেখক, প্রযোজক এবং চলচিত্র নির্দেশক
এম্বাসেডর ধো ইয়াং-শিম, চেয়ারপার্সন, জাতিসংঘ ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইযেশন্স এর সাসটেনেবল ট্যুরিজম ফর এলিমিনেটিং পোভার্টি ফাউন্ডেশন
মিস লেইমাহ বুয়ে, প্রতিষ্ঠাতা, বুয়ে পিস ফাউন্ডেশন
মিঃ জ্যাক মা, প্রতিষ্ঠাতা ও নির্বাহী চেয়ারম্যান, আলিবাবা গ্রুপ
মিসেস গ্রাসা ম্যাসেল, নির্বাহী প্রধান, ফাউন্ডেশন ফর কমুনিটি ডেভেলপমেন্ট
মিঃ লিও মেসি, বিশ্ব বিখ্যাত ফুটবলার, ইউনিসেফ গুডউইল এম্বাসেডর
হার হাইনেস শেখ মোজা বিনতে নাসের
মিস আলা মুরাবিত, প্রতিষ্ঠাতা, দি ভয়েস অফ লিবিয়ান উইমেন
মিঃ পল পোলম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা, ইউনিলিভার
প্রফেসর জেফ্রি সাচ, পরিচালক, আর্থ ইন্সিটিউট এট কলম্বিয়া ইউনিভার্সিটি
মিস শাকিরা মেবারাক, সঙ্গীতশিল্পী, এডভোকেট এবং প্রতিষ্ঠাতা, পাইস দেসকাললজোস ফাউন্ডেশন, ইউনিসেফ গুডউইল এম্বাসেডর
মিঃ ফরেস্ট হুইটাকার, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, হুইটাকার পিস এন্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ,ইউনেস্কো স্পেসাল এনভয় ফর পিস এন্ড রিকন্সিলিয়েশন
প্রফেসর মুহাম্মদ ইউনুস, প্রতিষ্ঠাতা, গ্রামীণ ব্যাংক