মাসিক আর্কাইভঃ ডিসেম্বর 2015

মানবাধিকার দিবসে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিন্স-এর নিবন্ধঃ আমাদের স্বাধীনতা – আমাদের অধিকার, চিরন্তনঃ মানবাধিকার দিবস ২০১৫

UNRC Photo১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। দিবসটি সব জাতির সকল মানুষের জন্য একটি মর্যাদাপূর্ণ সাধারণ মানদণ্ডের কথা স্মরণ করিয়ে দেয়। এ বছর আমরা মৌলিক স্বাধীনতা, যা মানবাধিকারকে তুলে ধরে এবং যা এখনও বাংলাদেশসহ সমগ্র বিশ্বে প্রাসঙ্গিক যেমন, ভয় ও দারিদ্র্যতা থেকে মুক্তি, বাক-স্বাধীনতা ও নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা, এ বিষয়গুলো স্মরণ করি। ২০১৫ সালের প্রতিপাদ্য ও শ্লোগান হলোঃ “আমাদের স্বাধীনতা – আমাদের অধিকার, চিরন্তন”।

বাংলাদেশ স্বতঃস্ফূর্তভাবে আটটি আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছে এবং এর ফলে দেশটি কোন প্রকার বৈষম্য ব্যতিরেকেই প্রতিটি ব্যক্তি ও জনগনের নাগরিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক অথবা রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে অঙ্গিকারাবদ্ধ। অনেক বছর ধরেই বাংলাদেশ নারী ও কিশোরীদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে এবং শিশু অধিকার নিশ্চিত করার মত বিষয়গুলো নিয়ে জাতিসংঘের সাথে কাজ করে যাচ্ছে। ২০১৫ সালে বাংলাদেশ নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক রিপোর্টিং-এ সম্পৃক্ত ছিল এবং মানবাধিকার কাউন্সিলের ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা বিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ারের বাংলাদেশ সফরের আয়োজন করে। বাংলাদেশ বর্তমানে মানবাধিকার কাউন্সিলের সদস্য এবং দেশটি একটি মানবাধিকার কমিশন গঠন করেছে, যার ফলে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের দায়িত্ব অনেক বেড়েছে। এর মাধ্যমে স্পষ্ট ভাবে বিশ্ব সম্প্রদায়ের সাথে মানবাধিকারকে এগিয়ে নিতে বাংলাদেশের কাজ করার ইচ্ছার প্রকাশ ঘটে।
বিস্তারিত পড়ুন

আমাদের স্বাধীনতা – আমাদের অধিকার চিরন্তনঃ জাতিসংঘ তথ্য কেন্দ্র কর্তৃক মানবাধিকার দিবস ২০১৫ পালিত

Guests take part in group song in Human Rights Day. Photo/UNIC Dhaka১০ ডিসেম্বের ২০১৫: মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র এবং আশা ইউনিভার্সিটি বাংলাদেশ যৌথভাবে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে  ৯ ডিসেম্বর ২০১৫ একটি সেমিনার, নাটক ও কবিতা পাঠের আয়োজন করে।  অনুষ্ঠানে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার উপদেষ্টা মিকা কানেরভাভরি মুল বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন আশা ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর  অধ্যাপক ডালেম চন্দ্র বর্মন। দেশের প্রখ্যাত কবিদের মধ্যে কবি রুবি রহমান, কবি শিহাব সরকার ও কবি মুহাম্মদ সামাদ মানবাধিকার  বিষয়ক কবিতা পাঠ করেন। এছাড়াও “ গাহি সাম্মের গান” মঞ্চ নাটকটি  দর্শকদের সামনে মঞ্চস্থ হয়। জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান দিবসটি উপলক্ষে জাতিসংঘ মহাসচিব এর বানী পাঠ করেন। .উক্ত অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অংশ নেন এবং তাদের সবাইকে মানবাধিকার বিষয়ক এক সেট করে জাতিসংঘ পুস্তিকা প্রদান করা হয়।