২৫ সেপ্টেম্বর ২০১৫: ১৯৩ সদস্য বিশিষ্ট জাতিসংঘ সাধারন পরিষদ আজ আনুষ্ঠানিকভাবে ২০৩০ সালের জন্য এক-গুচ্ছ শক্তিশালী নতুন বৈশ্বিক লক্ষ্যমাত্রাসহ টেকসই উন্নয়ন এ্যাজেন্ডা নির্ধারণ করে । যেটিকে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন উন্নততর বিশ্ব গড়ার লক্ষে এক সর্বজনীন, সমন্বিত এবং রূপান্তরিত রূপকল্প বলে অভিহিত করেছেন।
এই নতুন এ্যাজেন্ডা সকল জায়গার সকল মানুষের প্রতি বিশ্ব নেতাদের একটি প্রতিশ্রুতি। এটি সকল মানবের জন্য সর্ব প্রকার দারিদ্র বিলোপের একটি এ্যাজেন্ডা – এটি ধরিত্রী যা আমাদের সকলের আবাসস্থল এর একটি এ্যাজেন্ডা । মিঃ বান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা শীর্ষসন্মেলন শুরুর সময় এটি ঘোষণা করেন, যা আজ শুরু হয়েছে এবং রবিবার এর পরিসমাপ্তি ঘটবে।