মাসিক আর্কাইভঃ সেপ্টেম্বর 2015

মানবগোষ্ঠী ও ধরিত্রির জন্য ২০৩০ সাল নাগাদ টেকসই উন্নয়নের লক্ষে জাতিসংঘে নতুন বৈশ্বিক লক্ষ্যমাত্রা (এসডিজি) গৃহীত

Projections on SDGs and UN 70th Anniversary. UN Photo/Cia Pak

২৫ সেপ্টেম্বর ২০১৫: ১৯৩ সদস্য বিশিষ্ট জাতিসংঘ সাধারন পরিষদ আজ আনুষ্ঠানিকভাবে ২০৩০ সালের জন্য এক-গুচ্ছ শক্তিশালী নতুন বৈশ্বিক লক্ষ্যমাত্রাসহ টেকসই উন্নয়ন এ্যাজেন্ডা নির্ধারণ করে । যেটিকে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন উন্নততর বিশ্ব গড়ার লক্ষে এক সর্বজনীন, সমন্বিত এবং রূপান্তরিত রূপকল্প বলে অভিহিত করেছেন।

এই নতুন এ্যাজেন্ডা সকল জায়গার সকল মানুষের প্রতি বিশ্ব নেতাদের একটি প্রতিশ্রুতি। এটি সকল মানবের জন্য সর্ব প্রকার দারিদ্র বিলোপের একটি এ্যাজেন্ডা – এটি ধরিত্রী যা আমাদের সকলের আবাসস্থল এর একটি এ্যাজেন্ডা । মিঃ বান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা শীর্ষসন্মেলন শুরুর সময় এটি ঘোষণা করেন, যা আজ শুরু হয়েছে এবং রবিবার এর পরিসমাপ্তি ঘটবে।

বিস্তারিত পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শান্তি দিবস ২০১৫ পালিত

Peace Day Rally in Dhaka Universityআন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞান-সোহাগী মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড এবং শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন বিভাগ যৌথ ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে “শান্তি দিবস র‍্যালীর“ আয়োজন করে। এতে  প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ আআমস আরেফিন সিদ্দিক, এছাড়া উপ-উপাচার্য অধ্যাপক ডঃ নাসরিন আহমেদ, এমেরিটাস অধ্যাপক ডঃ আনিসুজ্জামান, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক  ফরিদ উদ্দিন আহমেদ, আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ ডালেম চন্দ্র বর্মণ এবং জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মনিরুজ্জামান সহ আরও অনেকে র‍্যালীতে অংশগ্রহন করেন। বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বাণী, ২১ সেপ্টেম্বর ২০১৫

peaceday_bannerবিশ্বব্যাপী মারাত্মক সহিংসতা এবং অস্থিতিশীল সংঘর্ষকালে এ বছরের আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হচ্ছে। হতাশার কাছে নতি স্বীকার না করে বরং আমাদের একটি সামষ্টিক দায়িত্ব রয়েছে নৃশংস্তার অবসান ঘটানোর এবং সদাবিরাজমান মুক্তির দাবি জানানো।

আমি সকল যুদ্ধরত পক্ষকে তাদের অস্ত্র সমর্পণ ও বিশ্বজনীন অস্ত্রবিরতি পালনের আহ্বান জানাই। তাদের প্রতি আমার বক্তব্য হচ্ছে হত্যাকাণ্ড ও ধংসযজ্ঞ বন্ধ করুন এবং স্থায়ী শান্তির পথ তৈরি করুন।

যদিও মনে হয় শান্তি সুদূরপরাহত কিন্তু শান্তির স্বপ্ন সকল মানুষের জীবনে বিরাজমান।
বিস্তারিত পড়ুন

সংবাদ সন্মেলন: জাতিসংঘ আন্ডার-সেক্রেটারি-জেনারেল এর বাংলাদেশ সফর

Press Conf by USG for Field Support in Dhakaঢাকা, ১৫ সপ্টেম্বের ২০১৫: জাতিসংঘ ডিপার্টম্যান্ট ফর ফিল্ড সাপোর্ট-এর আন্ডার-সেক্রেটারি-জেনারেল অতুল খারে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর ২০১৫ বাংলাদেশ  সফর  করেন। এ উপলক্ষ্যে ১৫  সেপ্টেম্বর ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র এবং জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর অফিস যৌথভাবে প্যান প্যাসফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ  সন্মেলনের আয়োজন করে। সংবাদ সন্মেলনে বাংলাদেশে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। আন্ডার-সেক্রেটারি-জেনারেল তার বক্তব্যে শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশ সরকারের অবদান এবং বাংলাদেশী  শান্তিরক্ষী বাহিনীর দক্ষতার প্রশংসা করেন ।  প্রশ্নোত্তর র্পবে অতুল খারে উল্লেখ করেন শান্তি মিশনে বাংলাদেশের উচ্চ মর্যাদা সম্পন্ন পদ প্রাপ্তির বিষয়টি বিবেচনাধীন রয়েছে। সংবাদ সন্মেলনটি সঞ্চালনা করেন ঢাকাস্থ  জাতিসংঘ  তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজামান।

বাংলাদেশ সরকারের আমন্ত্রনে জনাব খারে তিন দিনের  সফরে বাংলাদেশ আগমন করেন এবং সফরকালে অধিকাংশ অনুষ্ঠানে তার সাথে যোগ দেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রর্বাট ওয়াটকিন্স। এর আগে আন্ডার-সেক্রেটারি-জেনারেল মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী  এবং উর্দ্ধতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের সাথে সাক্ষাৎ করেন এবং শান্তি রক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া তিনি রাজেন্দ্রপুরে অবস্থিত পিস কিপিং প্রশিক্ষণ ইন্সিটিউট –বিপসট পরিদর্শন করেন।

ঢাকায় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

আন্তর্জাতিক যুব দিবস র‍্যালীঢাকা, ১২ আগস্ট ২০১৫: আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্র, ঢাকাবাসী, হোপ ৮৭ এবং ন্যাশনাল ইয়ুথ ফেডারেশন অব বাংলাদেশ যৌথভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা ও র‍্যালীর আয়োজন করে। এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ডঃ শহিদ আখতার হুসেইন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘ তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. মনিরুজ্জামান । অংশগ্রহণকারীদের মাঝে জাতিসংঘ মহাসচিব প্রদত্ত বাণী এবং এলিক্স কার্টুন সম্বলিত যুব দিবস পোস্টার বিতরণ করা হয়। আলোচনা শেষে যুবকদের অংশগ্রহনে এক বর্ণিল  র‍্যালী ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। অন্যান্যদের মধ্যে ঢাকাবাসী-এর প্রেসিডেন্ট শুকুর সালেক, ন্যাশনাল ইয়ুথ ফেডারেশন অব বাংলাদেশ-এর প্রেসিডেন্ট দুলাল বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাইদ রেজাউর রহমান, হোপ ৮৭-এর প্রতিনিধি মিস ক্যারোলিন জ্যাকি, সাংবাদিক শিরীন সুলতানা আলোচনা পর্বে বক্তব্য রাখেন। অংশগ্রহণকারী যুবকরাও আলোচনায় যোগ দেন এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। তারা এলিক্স ক্যাম্পেইন তাদের আগ্রহের কথা ব্যক্ত করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মডেল জাতিসংঘ সম্মেলন আয়োজন

RU MUNরাজশাহী, ৭ সেপ্টেম্বর ২০১৫: ৪ থেকে ৭ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্রের সহায়তায়, জাতিসংঘ যুব ও ছাত্র সমিতি, বাংলাদেশ (ইউনিস্যাব) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মডেল ইউএন সম্মেলনের আয়োজন করে। বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪১০ জন ডেলিগেট এই সম্মলনে অংশগ্রহণ করেন। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র  প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম, এমপি, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ও জাতিসংঘ তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বক্তব্য প্রদান করেন। অন্যান্যদের মধ্যে প্রফেসর সাদেকুল আরিফিন মতিন এবং জাতিসংঘ যুব ও ছাত্র সমিতি, বাংলাদেশের সভাপতি মামুন মিয়া বক্তব্য রাখেন।