ঢাকা, ২১ জুন ২০১৫: জাতিসংঘ বাংলাদেশ ও বাংলাদেশ যোগ সমিতির সহযোগিতায় ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ২১শে জুন ঢাকার জাতীয় জাদুঘর মিলনায়তনে প্রথমবারের মতো আন্তর্জাতিক যোগ দিবসের আয়োজন করে। মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন। জাতিসংঘ বাংলাদেশের আবাসিক সমন্বয়কারী জনাব রবার্ট ওয়াটকিন্স ও ভারতের হাইকমিশনার জনাব পঙ্কজ শরন বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন। যোগ শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি যোগ প্রদর্শনীর আয়োজন করা হয়, এছাড়া যোগ বিষয়ক একটি ভিডিও প্রদর্শন করা হয়। জাতীয় জাদুঘর প্রাঙ্গনে একটি ছবি প্রদর্শনীরও আয়োজন করা হয়। ছয় শতাধিক অংশগ্রহণকারী অনুষ্ঠানটি উপভোগ করেন। উল্লেখ্য, ২০১৪ সালের ১১ই ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদ প্রতিবছরের ২১শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস ঘোষণা করে। ইউটিউব ভিডিও
-
Dr Gowher Rizvi, Adviser to the HPM
-
A view of audience
-
Mr Pankaj Saran, Indian High Commissioner
-
Yoga display in Dhaka event
-
Yoga Day Demonstration in Dhaka