মাসিক আর্কাইভঃ জুন 2015

বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক যোগ দিবস পালিত

06. Yoga Demonstrationঢাকা, ২১ জুন ২০১৫: জাতিসংঘ বাংলাদেশ ও বাংলাদেশ যোগ সমিতির সহযোগিতায় ইন্দিরা গান্ধী  সাংস্কৃতিক কেন্দ্র ২১শে জুন ঢাকার জাতীয় জাদুঘর মিলনায়তনে প্রথমবারের মতো আন্তর্জাতিক যোগ দিবসের আয়োজন করে। মাননীয় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন। জাতিসংঘ বাংলাদেশের আবাসিক সমন্বয়কারী জনাব রবার্ট ওয়াটকিন্স ও ভারতের হাইকমিশনার জনাব পঙ্কজ শরন বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন। যোগ শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি যোগ প্রদর্শনীর আয়োজন করা হয়, এছাড়া যোগ বিষয়ক একটি ভিডিও প্রদর্শন করা হয়। জাতীয় জাদুঘর প্রাঙ্গনে একটি ছবি প্রদর্শনীরও আয়োজন করা হয়। ছয় শতাধিক অংশগ্রহণকারী অনুষ্ঠানটি উপভোগ করেন। উল্লেখ্য, ২০১৪ সালের ১১ই ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদ প্রতিবছরের ২১শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস ঘোষণা করে। ইউটিউব ভিডিও

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এর বাণী, ২১শে জুন ২০১৫

yogo.layout1এ বছর ভারত পরিদর্শনকালে আমি আমার একজন জ্যেষ্ঠ উপদেষ্টার সঙ্গে যোগ অনুশীলন করার সুযোগ পেয়েছিলাম। যদিও তিনি ওই দেশের ছেলে, কাজটি আমি একই ভাবে বিশ্বের বিভিন্ন দেশের অন্য অনেক সহকর্মীর সাথেও করতে পারতাম। যোগ একটি ঐতিহ্যবাহী পরিবেশ থেকে আসা প্রাচীন শৃঙ্খলা, যেটি জনপ্রিয়তা লাভ করেছে এবং প্রতিটি এলাকার অনুশীলনকারীদের কাছে উপভোগ্য হয়ে উঠেছে। ২১শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘ সাধারণ পরিষদ এই ধারাবাহিক অনুশীলনের গুরুত্বপূর্ণ সুবিধাগুলোকে এবং জাতিসংঘের নীতি ও চেতনার সাথে এর সহজাত উপযুক্ততাকে স্বীকৃতি দিয়েছে।
বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে জাতিসংঘের ৭০তম বার্ষিকী ও এসডিজি বিষয়ক সেমিনার আয়োজন

UN 70th Anniversary logo_English_CMYKচট্টগ্রাম, ১৫ জুন ২০১৫: জাতিসংঘের ৭০তম বার্ষিকী পালন ও ২০১৫ সালে অনুষ্ঠিতব্য জাতিসংঘ সম্মেলনগুলো সম্পর্কে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে, চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও নিপ্পন একাডেমির সঙ্গে যৌথভাবে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র ১৫ই জুন চুয়েট মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করে। চুয়েটের উপাচার্য অধ্যাপক ডঃ জাহাঙ্গীর আলম সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন এবং জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাপান দূতাবাসের অনারারি কনসাল-জেনারেল জনাব মুহাম্মদ নুরুল ইসলাম, চুয়েটের উপ-উপাচার্য, রেজিস্ট্রার এবং অংশগ্রহণকারী একজন ছাত্রী। প্রায় শতাধিক শিক্ষার্থী সেমিনারে যোগ দেয় ও কয়েকজন প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করে। 2015-Time-for-Global-Action_English-e1429068948937সেমিনারে প্রধানত সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বিষয়ে সেপ্টেম্বরে নিউ-ইয়র্ক সম্মেলন, উন্নয়নের জন্য অর্থায়ন (এফএফডি) বিষয়ে আদ্দিস আবাবায় জুলাই সম্মেলন ও ডিসেম্বরে কপ২১-প্যারিস সম্মেলনের উদ্দেশ্য ও প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়। টেকসই উন্নয়ন, বাংলাদেশের জলবায়ু পরিবর্তন ও এগুলোতে তরুণ সম্প্রদায় কিভাবে অবদান রাখতে পারে এ বিষয়গুলো আলোচনায় স্থান পায়। একই বিষয়ে ১৪ জুন চট্টগ্রামের নিপ্পন একাডেমিতে অপর একটি সেমিনারের আয়োজন করা হয়।

পরিবেশ রক্ষা এবং কার্বন নির্গমন হ্রাস বিষয়ে প্র্তিশ্রুতির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস ২০১৫ পালিত

01ঢাকা, ৮ জুন ২০১৫: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ঢাকাস্হ জাতিসংঘ তথ্যকেন্দ্র এবং জাতিসংঘ ইয়ুথ এন্ড স্টুডেন্ট আ্যাসোসিয়েশন (ইউনিস্যাব) গত ৮ জুন তথ্য কেন্দ্রের সম্মেলন কক্ষে এক গোল টেবিল বৈঠকের আয়োজন করে। এমডিজি এবং ২০১৫-পরবর্তী উন্নয়ন বিষয়ক এই আলোচনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় যুগ্মসচিব জনাব মাহমুদ হাসান প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন।  ইউএনডিপি’র টেকসই উন্নয়ন বিষয়ক সিনিয়র উপদেষ্টা জনাব আমিনুল ইসলাম এবং ইউনিডো বাংলাদেশ এর প্রধান কর্মকর্তা জনাব যাকি-উজ-জামান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিস্যাব প্রেসিডেন্ট মামুন মিয়া এবং সাংবাদিক মহিউদ্দিন কাওসার।  আলোচনায় অংশগ্রহণকারীবৃন্দ পরিবেশ রক্ষা এবং কার্বন হ্রাস কমানোর ব্যাপারে তাদের প্র্তিশ্রুতি ব্যক্ত করেন। জাতিসংঘের ৭০ বছর পূর্তি এবং টাইম ফর গ্লোবাল অ্যাকশন- ২০১৫ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত বৈঠকটি সঞ্চালনা করেন ঢাকাস্হ জাতিসংঘ তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজামান। পরে অংশগ্রহণকারীগণ প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। এছাড়া পরিবেশ বিষয়ে জাতিসংঘের একটি ভিডিও প্রদর্শন করা হয় এবং দিবসটি উপলক্ষ্যে বাংলায় অনুবাদকৃত জাতিসংঘ মহাসচিবের বানীটি  অংশগ্রহণকারীদের মাঝে বিতরন করা হয়।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের বানী, ৫ জুন ২০১৫

shutterstock_111992270_2 এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য হলো “সাত কোটি স্বপ্ন, একটি গ্রহ, যত্ন নিয়ে ব্যবহার”।

এই গ্রহ আমাদেরকে যে পরিমান সম্পদ স্থায়িভাবে দিতে পারে মানবজাতি তার চেয়ে অনেক বেশি ব্যবহার করে যাচ্ছে। পৃথিবীর পরিবেশ চক্রের অনেক কিছুই সংকটপূর্ণ আঘাতের দিকে ধাবিত হচ্ছে। আমাদের জন্য পরিবর্তনের এখনই সময়।

স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য হলো পরিবেশের ক্ষতি-বৃদ্ধি ব্যাতিরেকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সম্পদের চাহিদার ব্যাপারে কোন আপোষ না করে সকল মানুষের জীবন-মান উন্নয়ন । পণ্য ব্যবহারের ক্ষেত্রে আমাদের অভ্যাস পরিবর্তনের মাধ্যমে, যেমন – জালানি, পানি এবং অন্যান্য সম্পদের স্বল্প ব্যবহার  এবং খাদ্য অপচয় কমিয়ে এনে, এগুলো আমরা সঠিকভাবে করতে পারি ।

রূপান্তরের এই বছরে স্থিতিশীল উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে যখন আমরা প্রভূত উন্নয়ন অবলোকনের অপেক্ষায় আছি, আসুন, তখন আমরা পরিবেশের প্রভাব সম্পর্কে অধিকতর সচেতন হয়ে  বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করি। আসুন, আমাদের কারনে তৈরি পরিবেশের ফলাফলগুলো সম্পর্কে চিন্তা করি। আসুন, আমরা আমাদের এই গ্রহের শ্রেয়তর সেবকে পরিনত হই। পরিবেশ দিবস ভিডিও: https://youtu.be/mYMqn4ESDDc?t=15