২১ ডিসেম্বর ২০১৪: চার-দিন ব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় মডেল ইউনাইটেড নেশনস্ (ডানমুন) সম্মেলন ২১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চেীধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে উদ্ভোধন করা হয়। ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্র, এ্যাকশন এইড এবং ইষ্ট এশিয়া স্টাডি সেন্টার-এর সহযোগিতায় সম্মেলনটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস্ এ্যাসসিয়েশন (ডুমুনা)। প্রধান অতিথি হিসেবে সম্মেলনটি উদ্ভোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী এবং ইউএনএফপিএ বাংলাদেশস্থ প্রতিনিধি মিস আর্জেন্টিনা মাটাভেল পিসিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডানমুন মডারেট অধ্যাপক ড. দেলোয়ার হোসেন, চীনা দূতাবাসের সংস্কৃতি বিষয়ক প্রতিনিধি চেন চুয়াং এবং ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান। আরো বক্তব্য রাখেন ডানমুন মহাসচিব এম জে সোহেল এবং ইউনিস্যাব সভাপতি মো: মামুন মিয়া। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের জাতিসংঘ অনুবিভাগের পরিচালক জনাব ফাইয়াজ মুরশিদ কাজী । ১০ টি কমিটির মাধ্যমে সম্মেলনটির কার্যক্রম পরিচালিত হয়। সম্মেলনের প্রধান আলোচ্য বিষয় ছিল টেকসই উন্নয়নের জন্য যুব ক্ষমতায়ন।
মাসিক আর্কাইভঃ ডিসেম্বর 2014
গ্রামীন তথ্য সেবা বিষয়ে জাতিসংঘ লাইব্রেরি নেটওয়ার্ক কর্মশালা আয়োজিত
ঢাকা, ২১ ডিসেম্বর ২০১৪: ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র এবং গনগ্রন্থাগার অধিদপ্তরের যৌথ আয়োজনে ‘‘বাংলাদেশে গ্রামীন পর্যায়ে তথ্য সেবা:একটি a2i উদ্যোগ” শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা ২১ ডিসেম্বর পাবলিক লাইব্রেরি কনফারেন্স রুমে আয়োজন করা হয়। জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি প্রধান অতিথি হিসেবে উদ্ভোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনায়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এম পি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিক বেরেসফোর্ড, ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর, ইউএনডিপি এবং ড. রনজিত কুমার বিশ্বাস, সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মুস্তাফিজুর রহমান, পরিচালক, এ টু আই প্রকল্প। বিভিন্ন সরকারি, বেসরকারি, এনজিও এবং আন্তর্জাতিক সংস্থার প্রায় ৪০ জন গ্রন্থাগার এবং তথ্য পেশাজীবি এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালাটি সঞ্চালন করেন জাতিসংঘ তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
মানবাধিকার ভিত্তিক নীতি প্রনয়ন প্রয়োজন – মানবাধিকার দিবসের অনুষ্ঠানে বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সন্বয়কারী
ঢাকা, ১১ ডিসেম্বর ২০১৪: নীতি গঠনে মানবাধিকার ভিত্তিক দৃষ্টিভঙ্গির উপর গুরুত্বারোপ করেন জাতিসংঘ বাংলাদেশের আবাসিক সমন্বয়কারী আর্জেন্টিনা মাতাভেল পিসিন। মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকাস্হ জাতিসংঘ তথ্য কেন্দ্র, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইউনাইটেড নেশনস্ ইয়ুথ অ্যান্ড স্ট্যুডেন্ট অ্যাসোশিয়েসন যৌথভাবে ১১ ডিসেম্বর ২০১৪ ইউআইইউ অডিটোরিয়ামে এক সেমিনার, কবিতা আবৃত্তি এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। কবিতা আবৃত্তি করেন দেশের বিশিষ্ট কবি- আসাদ চৌধুরী, রুবি রহমান, সিহাব সরকার ও মুহম্মদ সামাদ। কবিগন তাদের কবিতার মাধ্যমে বৈশ্বিক মানবাধিকার এর বিষয়গুলো তুলে ধরেন। প্রধান অতিথির বক্তৃতায় মিস আর্জেন্টিনা জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন চুক্তির কথা তুলে ধরেন। এছাড়াও তিনি আইসিটি এবং সামাজিক মাধ্যমের সঠিক ব্যাবহার নিশ্চিত করতে তরুণদের উৎসাহিত করেন। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডঃ রেজওয়ান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং ঢাকাস্হ জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান অনুষ্ঠানটি সঞ্চালন করেন।
বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০১৪ পালিত
বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবীরা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষ্যে ৫ ডিসেম্বর ২০১৪ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। একটি নতুন বিশ্ব গড়ার লক্ষ্যে এ দিবসে স্বেচ্ছাসেবীরা তাদের অঙ্গীকার পুনর্ব্যাক্ত করেন। বিভিন্ন সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠান ছাড়াও দিবসটি উপলক্ষ্যে ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্র, ঢাকা বাসী, হোপ ৮৭ এবং বাংলাদেশ ন্যাশনাল ফেডারেশন অব ইয়ুথ অর্গানাইজেশন যৌথ ভাবে এক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা বাসী সংগঠনের সভাপতি মোঃ শুকুর সালেক এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘ তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুজ্জামান। স্বেচ্ছাসেবীদের বিভিন্ন দূর্যোগকালীন সময়ে ভূমিকা কেমন হওয়া উচিৎ এবং সমাজ ও মানব কল্যাণে তারা কিভাবে অবদান রাখতে পারে এ বিষয়গুলো ভারপ্রাপ্ত কর্মকর্তা তার বক্তব্যে তুলে ধরেন। এছাড়া অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল ফেডারেশন অব ইয়ুথ অর্গানাইজেশন এর সভাপতি দুলাল বিশ্বাস, হোপ ৮৭ বাংলাদেশের শাখা পরিচালক রেজাউল করিম বাবু, বেতার বাংলার সুজা মাহমুদ এবং টেলিভিশন শিল্পী দিলারা জামান। বিস্তারিত পড়ুন