ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০১৪: বিগত ৪০ বছরে বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় জাতিসংঘের অবদানকে তুলে ধরে গত ৩০সেপ্টেম্বর ২০১৪ সুফিয়া কামাল জাতীয় গণ-গ্রন্থাগারে ১ মাস ব্যাপী জাতিসংঘ সংস্থার কর্মকান্ড বিষয়ে এক প্রদর্শনীর উদ্বোধন করা হয়। বাংলাদেশে কর্মরত জাতিসংঘের সংস্থার কার্যক্রমের সাফল্যগুলো এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে। জাতিসংঘ-বাংলাদেশ সম্পর্কের ৪০ তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিসেফ বাংলাদেশ এর প্রতিনিধি প্যাসকেল ভিলনোভ এবং গণ-গ্রন্থাগার বিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ: হাফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী অফিস, ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্র ও গণ-গ্রন্থাগারের কর্মকর্তাবৃন্দ। ইউনিসেফ প্রতিনিধি তার উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশে জাতিসংঘ সংস্থাগুলোর কার্যক্রম তুলে ধরে এই বিষয়ে সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি গন-গন্থাগার প্রাঙ্গণে জাতিসংঘ সংস্থাকে এই প্রদর্শনীটি স্থাপনের অনুমতি দেয়ার জন্য গনগন্থাগার কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানান। প্রদর্শনীটি চলবে জাতিসংঘ দিবস – ২৪ অক্টোবর ২০১৪ পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইউনিসেফ প্রতিনিধি গন-গন্থাগারের মহাপরিচালক ও জাতিসংঘের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে গন্থাগারটি পরিদর্শন করেন এবং গন্থাগার ব্যবহারকারীদের সাথে কথা বলেন। এই সময় ইউনিসেফ প্রতিনিধিকে বেশ কিছু দুর্লভ সংগ্রহ দেখানো হয়। জাতিসংঘের পক্ষে ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্র ও জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী অফিস মাসব্যাপী এই প্রদর্শনীর সমন্বয়কারীর দায়িত্ব পালন করে।