মাসিক আর্কাইভঃ আগস্ট 2014

বিশ্ব মানবতা রক্ষায় স্বেচ্ছাসেবী ও মানবতা কর্মীবৃন্দ দৃঢ় প্রত্যয়ীঃ বিশ্ব মানবতা দিবস উপলক্ষ্যে সেমিনার ও মুক্ত আলোচনা

ঢাকা, ১৯ আগস্ট ২০১৪: এ বছর মানবতা সেবায় নিয়োজিত বীরদের জাতিসংঘ বিশেষ ভাবে স্মরণ করছে । জাতিসংঘ মহাসচিব তার প্রদত্ত বাণীতে সেইসব নির্ভীক মানবতা কর্মীদের সম্মান জানিয়েছেন যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের রক্ষা করেন বিশ্ব মানবতা দিবস পালন উপলক্ষ্যে ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্র; ইউ এন ওচা (UNOCHA) এবং আশা বিশ্ববিদ্যালয় যৌথ ভাবে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে গত ১৯ আগস্ট এক সেমিনার ও অংশগ্রহনমুলক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে সেসব কর্মীদের স্মরণ করা হয় যারা মানবতা সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন।

ইউ এন ওচা’র মানবতা বিষয়ক উর্ধ্বতন উপদেষ্টা জনাব জার্সন ব্র্যান্ডাও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্যে মানবতা বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন এবং তরুণ সমাজকে মানব সেবায় এগিয়ে আসার আহবান জানান। আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ ডালেম চন্দ্র বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মনিরুজ্জামান দিবসটির উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন এবং দিবসটি উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিবের বাণী পাঠ করেন ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টাফ অফিসার জনাব মুহাম্মদ মামুন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব জনাব মযহারুল হক এবং অক্সফ্যাম এর মানবতা বিষয়ক প্রোগ্রাম ম্যানেজার মুর্শিদা আখতার রিসোর্স পার্সন হিসেবে তাদের উপস্থাপনায় মানব সেবা এবং প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট বিপর্যয়ে তাদের ভূমিকা বিশেষভাবে তুলে ধরেন। রানা প্লাজা ধ্বসের ঘটনায় প্রত্যক্ষ ভাবে কাজ করা দুজন স্বেচ্ছাসেবী তাদের বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন। এরপর অংশগ্রহনকারীবৃন্দ একটি মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এসময় মুক্ত আলোচনায় অংশগ্রহনকারীবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানবসৃষ্ট বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ রোধ এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণেনের জন্য কিছু পরামর্শ প্রদান করেন।

বিশ্ব মানবতা দিবস উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের বানী, ১৯ আগস্ট ২০১৪

 Untitled-1বিশ্ব মানবতা দিবসে আমরা জীবন-রক্ষাকারী ত্রাণ সহায়তায় আমাদের প্রতিশ্রুতি পূনঃব্যক্ত করছি এবং তাদের সবাইকে স্মরন করছি যারা এই মহান কাজ করতে গিয়ে নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন। অন্যান্য যে কোনো বছরের তুলনায় গত বছর অধিক মানবতা কর্মী অপহৃত, গুরুতর আহত অথবা নিহত হয়েছেন। এটি একটি চরম নিষ্ঠুরতা।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে জাতিসংঘ পরিবারের সদস্য সহ কয়েক ডজন মানবতা কর্মী দক্ষিন সুদান ও গাজায় নিহত হয়েছেন। এরকম স্বপ্রণোদিত হামলায় অনেক লোক প্রাণ হারিয়েছেন অথবা অবর্ণনীয় কষ্ট ভোগ করেছেন।

বিস্তারিত পড়ুন

চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা: জাতিসংঘের আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালন

ঢাকা, ১২ আগস্ট ২০১৪: মানসিক স্বাস্থ্য সমস্যা সর্বদাই আমাদের সমাজে উপেক্ষিত এবং তরুণ সমাজের একটি বৃহৎ অংশ বাংলাদেশসহ সমগ্র বিশ্বে মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়। জাতিসংঘের একটি নতুন প্রকাশনার উদ্ধৃতি দিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুন তাঁর আন্তর্জাতিক যুব দিবসের বাণীতে উল্লেখ করেন বিশ্বের যুব জনগোষ্ঠীর ২০ শতাংশ প্রতিবছর মানসিক স্বাস্থ্য পরিস্থিতির শিকার হয়। এই বছরের আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য “মানসিক স্বাস্থ্য আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ“ এবং থিম হলো “যুব এবং মানসিক স্বাস্থ্য“। যুব দিবসের প্রতিপাদ্যকে তুলে ধরে জাতিসংঘ তথ্য কেন্দ্র, ইউএনএফপিএ, ইউএনভি এবং বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন (বিপিএফ) যৌথ ভাবে ১২ই অগাস্ট বিপিএফ মিলনায়তনে এক চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার আয়োজন করে। জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী, ইউএনএফপি প্রতিনিধি এবং এডোলেসেন্ট এন্ড ইয়ুথ গ্রুপ-এর চেয়ারপার্সন আর্জেন্টিনা মাতাভেল পিসিন প্রধান অতিথি হিসেবে এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন। জাতিসংঘ তথ্য কেন্দ্র এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জমান উদ্বোধনী বক্তব্য এবং দিবসটি উপলক্ষে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের বানী পাঠ করেন। কল্যাণী ইনক্লুসিভ স্কুল-এর অধ্যক্ষ আনুজা বেগম সভায় সভাপতিত্ব করেন। বিপিএফ অটিস্টিক শিশুদের অংশগ্রহণে একটি সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান-এর আয়োজন করা হয়। এ ছাড়া গত সপ্তাহ থেকে এক সোশাল মিডিয়া ক্যাম্পেইন শুরু হয়। একটি অটিস্টিক যুবকের হাতে আকা ছবি এই মিডিয়া ক্যাম্পেইন-এ স্থান পায়।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের বানী, ১২ আগস্ট ২০১৪

IYD 2014 bannerজাতিসংঘের একটি নতুন প্রকাশনায় উল্লেখ করা হয়েছে যে বিশ্বের যুব জনগোষ্ঠীর ২০ শতাংশ প্রতিবছর মানসিক স্বাস্থ্য পরিস্থিতির শিকার হয়। কৈশোর থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার ক্রান্তিকালে এই ঝুঁকিটা অনেক প্রকট ভাবে দেখা যায়। অপমান ও লজ্জাবোধ প্রায়ই এই সমস্যাকে জটিল করে দেয়, যা তাদের প্রয়োজনীয় সহায়তা প্রাপ্তি থেকে বিরত রাখে। এ বছর আন্তর্জাতিক যুব দিবস পালনের জন্য জাতিসংঘ সেই পর্দা তুলে দিতে সাহায্য করতে চায় যা যুবদের একটি বিচ্ছিন্ন ও নীরব কক্ষে আবদ্ধ করে রেখেছে। বিস্তারিত পড়ুন

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের বাণী, ৯ আগস্ট ২০১৪

এ বছরের বিশ্ব আদিবাসী দিবসটি পালিত হচ্ছে একটি সংকটময় মুহুর্তে, যখন বিশ্ব ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রচেষ্টা, টেকসই উন্নয়নের জন্য একটি নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং একটি নতুন বৈধ জলবায়ু চুক্তির ভিত্তি গ্রহণের প্রস্তুতি নিচ্ছে ।

এসব লক্ষ্যমাত্রার প্রতি আদিবাসীদের গভীর আগ্রহ রয়েছে এবং এক্ষেত্রে তারা একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করতে পারে। আমাদের অভিন্ন ভবিষ্যত নির্ধারণে তাদের অবদানকে নিশ্চিত করতে হলে অবশ্যই তাদের অধিকার নিশ্চিত করতে হবে।

আদিবাসী অধিকার বিষয়ক জাতিসংঘ ঘোষণা আদিবাসীদের বেঁচে থাকা, মর্যাদা, সমৃদ্ধি ও অধিকারের ন্যুনতম মাণ নিশ্চিত করে। কিন্তু বিশ্বজুড়ে আদিবাসীরা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার বাস্তবতা ও এসব আদর্শিক কথার মধ্যে বিস্তর ফাঁক রয়ে গিয়েছে।
বিস্তারিত পড়ুন