বিশ্ব মানবতা রক্ষায় স্বেচ্ছাসেবী ও মানবতা কর্মীবৃন্দ দৃঢ় প্রত্যয়ীঃ বিশ্ব মানবতা দিবস উপলক্ষ্যে সেমিনার ও মুক্ত আলোচনা

ঢাকা, ১৯ আগস্ট ২০১৪: এ বছর মানবতা সেবায় নিয়োজিত বীরদের জাতিসংঘ বিশেষ ভাবে স্মরণ করছে । জাতিসংঘ মহাসচিব তার প্রদত্ত বাণীতে সেইসব নির্ভীক মানবতা কর্মীদের সম্মান জানিয়েছেন যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের রক্ষা করেন বিশ্ব মানবতা দিবস পালন উপলক্ষ্যে ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্র; ইউ এন ওচা (UNOCHA) এবং আশা বিশ্ববিদ্যালয় যৌথ ভাবে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে গত ১৯ আগস্ট এক সেমিনার ও অংশগ্রহনমুলক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। এতে সেসব কর্মীদের স্মরণ করা হয় যারা মানবতা সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন।

ইউ এন ওচা’র মানবতা বিষয়ক উর্ধ্বতন উপদেষ্টা জনাব জার্সন ব্র্যান্ডাও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর বক্তব্যে মানবতা বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরেন এবং তরুণ সমাজকে মানব সেবায় এগিয়ে আসার আহবান জানান। আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ ডালেম চন্দ্র বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম মনিরুজ্জামান দিবসটির উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য প্রদান করেন এবং দিবসটি উপলক্ষ্যে জাতিসংঘ মহাসচিবের বাণী পাঠ করেন ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টাফ অফিসার জনাব মুহাম্মদ মামুন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব জনাব মযহারুল হক এবং অক্সফ্যাম এর মানবতা বিষয়ক প্রোগ্রাম ম্যানেজার মুর্শিদা আখতার রিসোর্স পার্সন হিসেবে তাদের উপস্থাপনায় মানব সেবা এবং প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট বিপর্যয়ে তাদের ভূমিকা বিশেষভাবে তুলে ধরেন। রানা প্লাজা ধ্বসের ঘটনায় প্রত্যক্ষ ভাবে কাজ করা দুজন স্বেচ্ছাসেবী তাদের বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন। এরপর অংশগ্রহনকারীবৃন্দ একটি মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। এসময় মুক্ত আলোচনায় অংশগ্রহনকারীবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানবসৃষ্ট বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ রোধ এবং এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণেনের জন্য কিছু পরামর্শ প্রদান করেন।