মাসিক আর্কাইভঃ জুন 2014

সংগীত ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ঢাকাস্থ ও নয়া দিল্লীস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন, ২৬ জুন ২০১৪

frontমাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে, ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র, ইউএনওডিসি, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও ‘লাইফ’ এর যৌথ উদ্যোগে ২৬ জুন, ২০১৪ তারিখে ডিআইইউ অডিটোরিয়ামে এক সংগীত (গানের লিংকimages) ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটির প্রতিপাদ্যের উপর ভিত্তি করে গানের কথা ও সুর তৈরি করা হয় এবং গানটি ভারতে বসবাসকারী বাংলা ভাষাভাষীদের উদ্দেশ্যে প্রচারের জন্য নয়াদিল্লীস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র্বে পাঠিয়ে দেয়া হয়। অনুষ্ঠানটির মূল পরিকল্পনায় ছিল নিউইয়র্কস্থ  জাতিসংঘ সদর দপ্তর।

ঢাকার অনুষ্ঠানে, গায়ক তৌফিক আহমেদ-এর কন্ঠে এই গানটি মাদকদ্রব্যের অপব্যাবহারের বিরুদ্ধে তরুণ শ্রোতাদেরকে অনুপ্রাণিত ও আকৃষ্ট করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, অধ্যাপক গোলাম রাহমান। ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান অনুষ্ঠানে সূচনা বক্তব্য ও জাতিসংঘ মহাসচিবের বানী পাঠ করেন।
বিস্তারিত পড়ুন

দশটি রেজুলিউশন গৃহীত হওয়ার মধ্য দিয়ে তিন দিনব্যাপী বাংলাদেশ মডেল ইউএন (বানমুন) সম্মেলনের সমাপ্তি

01গত ২৪ থেকে ২৬ জুন পর্যন্ত তিন দিনব্যাপী বানমুন সম্মেলন অনুষ্ঠিত হয়। অধিবেশনে দশটি রেজুলিউশন গৃহীত হয়। সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সাইদা মুনা তাসনীম প্রধান অতিথি ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এছাড়াও বক্তৃতা করেন ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, ইউনিস্যাব ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ ও অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শহিদুল আলম। জাতিসংঘ তথ্য কেন্দ্রের সহযোগিতায় ইউনিস্যাব গত ২৪ থেকে ২৬শে জুন ২০১৪ পর্যন্ত এই  সম্মেলনটি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজন করে। আশা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক  ড. ডালেম চন্দ্র বর্মন  প্রধান অতিথি হিসেবে ২৪ জুনে সম্মেলনটি উদ্বোধন করেন এবং এতে সভাপতিত্ব করেন ইউনিস্যাব সভাপতি মো. মামুন মিয়াঁ। এই উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর কে.এ.এম. মোর্শেদ এবং পররাষ্ট্র-মন্ত্রণালয়ের পরিচালক (জাতিসংঘ) ফাইয়াজ মোর্শেদ কাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শহিদুল আলম, ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও ঢাকা আহছানিয়া মিশনের পরিচালক কাজী আলী রেজা। ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২২০ অংশগ্রহণকারীর প্রত্যেককে জাতিসংঘ তথ্য কেন্দ্রের পক্ষ থেকে এক সেট পুস্তিকা প্রদান করা হয়।

ইউ এন ইয়ূথ এ্যাডভাইজারি প্যানেল সংক্রান্ত ঘোষণা

ইউ এন ইয়ূথ এ্যাডভাইজারি প্যানেল বাংলাদেশ-এর জন্য আবেদন পত্র আহ্বান
আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ: ১৯ জুন ২০১৪
আবেদন-এর নিয়মাবলী ও ফর্ম নীচের লিংক-এ দেয়া হলো:

http://unfpabgd.org/index.php?option=page&id=101&Itemid=83

জাতিসংঘ সদর দপ্তর-এ প্রাক বিশ্বকাপ ফুটবল মিলন অনুষ্ঠান

A group photo from the event, United Nations, New York

জাতিসংঘ মহাসচিব বান কি-মুন এর সাথে গ্রুপ ছবি,জাতিসংঘ,নিউ ইয়র্ক

জাতিসংঘ মহাসচিব বান কি-মুন নিউ ইয়র্ক এলাকার তরুন ছাত্র-ছাত্রী এবং ফিফা বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহনকারী দেশসমূহের প্রতিনিধিবৃন্দের সাথে টুর্নামেন্টকে সার্থকভাবে এগিয়ে নিতে উৎযাপনমূলক এক সাক্ষাৎ অনুষ্ঠানে মিলিত হন। স্বাগতিক ব্রাজিল-এ অনুষ্ঠিতব্য এ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট ১২ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে।

”হতে হবে সোচ্চার, সাগরের উচ্চতা বাড়াবোনা আর” প্রতিপাদ্য নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন

logo

ঢাকা, ০৫ জুন ২০১৪: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এর প্রতিপাদ্যকে তুলে ধরে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র, ইউএনডিপি বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের যৌথ উদ্যোগে ৫ই জুন ঢাকা বিশ্ববিদ্যালয় আর সি মজুমদার অডিটোরিয়ামে এক সেমিনারের আয়োজন করা হয়। ইউএনডিপি’র সিনিয়র এ্যাডভাইজার জনাব আমিনুল ইসলাম সেমিনারে প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সিনিয়র অধ্যাপক ড. এস এম ইমামুল হক অনুষ্ঠানে সভাপতির বক্তব্য প্রদান করেন। জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের বাণী পাঠ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডেমোক্রেটিক বাজেট মুভমেন্টের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ মামুন মিয়া। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্র- ছাত্রীবৃন্দ মুক্ত আলোচনায় অংশগ্রহন করে পরিবেশ বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন এবং পরিবেশ রক্ষায় জাতিসংঘ এবং সরকারী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে কয়েকটি সুপারিশ রাখেন।