মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে, ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র, ইউএনওডিসি, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও ‘লাইফ’ এর যৌথ উদ্যোগে ২৬ জুন, ২০১৪ তারিখে ডিআইইউ অডিটোরিয়ামে এক সংগীত (গানের লিংক) ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটির প্রতিপাদ্যের উপর ভিত্তি করে গানের কথা ও সুর তৈরি করা হয় এবং গানটি ভারতে বসবাসকারী বাংলা ভাষাভাষীদের উদ্দেশ্যে প্রচারের জন্য নয়াদিল্লীস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র্বে পাঠিয়ে দেয়া হয়। অনুষ্ঠানটির মূল পরিকল্পনায় ছিল নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তর।
ঢাকার অনুষ্ঠানে, গায়ক তৌফিক আহমেদ-এর কন্ঠে এই গানটি মাদকদ্রব্যের অপব্যাবহারের বিরুদ্ধে তরুণ শ্রোতাদেরকে অনুপ্রাণিত ও আকৃষ্ট করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, অধ্যাপক গোলাম রাহমান। ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান অনুষ্ঠানে সূচনা বক্তব্য ও জাতিসংঘ মহাসচিবের বানী পাঠ করেন।
বিস্তারিত পড়ুন