মাসিক আর্কাইভঃ মে 2014

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বাণী – ২৯ মে ২০১৪

10292545_713943685334571_2436875335203791919_n

১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের সুদীর্ঘ ও গৌরবের ইতিহাস রয়েছে, যা ১০ লক্ষাধিক শান্তিরক্ষীর মাধ্যমে ৪টি মহাদেশে ৭০ টিরও বেশী শান্তিরক্ষা কার্যক্রমে সেবা প্রদান করেছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা আজ বিশ্বাসী হতে পারি যে, নতুন নতুন চ্যালেঞ্জ আসা মাত্রই জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম তা মোকাবেলায় এগিয়ে আসবে।

আজ ১২০ টিরও অধিক দেশ থেকে ১ লক্ষ ১৬ হাজারেরও বেশী জাতিসংঘ কর্মীবাহিনী ১৬টি শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহন করছে। ব্যক্তিগত বৃহৎ ঝুঁকি থাকা সত্বেও এসব সামরিক, পুলিশ ও বেসামরিক ব্যক্তিবর্গ বিভিন্ন গোষ্ঠীকে স্থিতিশীলতা প্রদান, বেসামরিক ব্যক্তিদের রক্ষা, আইনের শাসনকে এগিয়ে নেয়া এবং মানবাধিকার উন্নয়নে সাহায্য করে। গত বৎসর ১০৬ জন শান্তিরক্ষী জাতিসংঘ পতাকাতলে তাদের দায়িত্ব পালন কালে জীবন উৎসর্গ করেছেন। এর মধ্যদিয়ে শান্তিরক্ষা কার্যক্রমের ইতিহাসে সর্বমোট তিন হাজার দুই শতাধিক ব্যক্তির জীবনহানী ঘটেছে। আমরা এসব প্রতিটি নির্ভীক ব্যক্তির মৃত্যুতে শোক জ্ঞাপন করছি। তাদের বন্ধু ও পরিবারের সাথে আমরাও ব্যথিত এবং আমরা নিজেরা পুন:প্রতিশ্রুতি ব্যক্ত করছি যে শান্তির অন্মেষণে তাদের অবদান আমাদের কাছে চির-অম্লান হয়ে থাকবে।

বিস্তারিত পড়ুন

সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে পরিবারের ভূমিকাই মুখ্য: আন্তর্জাতিক পরিবার দিবসের অনুষ্ঠানে বক্তারা

ঢাকা, ১৫ মে ২০১৪: ব্যাক্তিত্ব ও সমাজ গঠন এবং আর্থ-সামাজিক উন্নয়নে পরিবারের ভূমিকার বিকল্প নেই বিষয়টি আন্তর্জাতিক পরিবার দিবসের গোল টেবিল বৈঠকে বিভিন্ন বক্তার বক্তব্যের মাধ্যমে উঠে আসে। বক্তারা বলেন, আজকে আমাদের সমাজে যে অস্থিরতা বিরাজ করে তার অন্যতম কারন হল পারিবারিক ও সামাজিক জীবনে নৈতিক শিক্ষার অভাব। নীতি-নৈতিকতার ভিত তৈরি হয় পরিবার থেকেই। কাজেই একটি সুস্থ স্বাভাবিক সমাজ গঠন করতে হলে পরিবারের ভূমিকাকে অস্বীকার করা যায় না।

আন্তর্জাতিক পরিবার দিবস উপলক্ষ্যে ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্র ও ওয়ার্ল্ড ওয়াইড ফ্যামিলি লাভ মুভমেন্ট এর যৌথ আয়োজনে গোল টেবিল-সেমিনারটি আই.ডি.বি ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি; এম.পি, সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নিল ওয়াকার। স্বাগত বক্তব্য ও জাতিসংঘ মহাসচিব বান-কি-মুনের বানী পাঠ করেন জাতিসংঘ তথ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনএফপি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ড.প্রসন্ন গুনাসেকেরা,ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন এবং ইউএন ওমেন এর সমন্বয়কারী মাহাতাবুল হাকিম।

এছাড়া উক্ত সেমিনারে আলোচক হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ওয়াইড ফ্যামিলি লাভ মুভমেন্ট এর সভাপতি মিসেস তাজকেরা খায়ের, সরকারি বদরুন্নেসা কলেজের সহকারী অধ্যাপক মিসেস রোকসানা গুলশান, নির্ঝর ব্যান্ডের গায়ক জয় শাহ্‌রিয়ার, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিস এর সিনিয়র গবেষক ড.নাজনিন আহমেদ, সাবেক যুগ্ম সচিব ও ওয়ার্ল্ড ওয়াইড ফ্যামিলি লাভ মুভমেন্ট এর উপদেষ্টা মিসেস নিলুফার বেগম। বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ও যুব প্রতিনিধিসহ প্রায় শতাধিক ব্যাক্তি এই গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করে। একটি সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।