মাসিক আর্কাইভঃ মার্চ 2014

দাসপ্রথা এবং ট্রান্স-আটলান্টিক দাস ব্যাবসার শিকার ব্যাক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালন – ২৫ মার্চ ২০১৪

ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র, আশা ইউনিভার্সিটি বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যৌথভাবে গত ২৫ মার্চ দাসপ্রথা এবং ট্রান্স-আটলান্টিক দাস ব্যাবসার শিকার ব্যাক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠান, মোমবাতি প্রজ্জলন, কবিতা পাঠ, পোস্টার প্রদর্শনী ও নাটিকার আয়োজন করে। আশা ইউনিভার্সিটি’র উপাচার্য অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান মিজানুর রহমান রাজু, সেন্টার ফর ইনফরমেশন স্টাডিস, বাংলাদেশ এর চেয়ারম্যান কাজী আলী রেজা, জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এবং মহিলা সাংসদ ও বিশিষ্ট কবি কাজী রোজী। অনুষ্ঠানে মানবাধিকার বিষয়ক কবিতা পাঠ করেন দেশের বিশিষ্ট কবিঃ কাজী রোজী, শিহাব সরকার, মুহাম্মদ সামাদ, আসলাম সানি এবং প্রাকিতোজ শামিম রুমী টিটোন। দাস ব্যাবসার শিকার ব্যাক্তিদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করা হয়। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন অল স্টার ড্যাফোডিল কর্তৃক একটি মানবাধিকার বিষয়ক নাটিকা মঞ্চস্থ হয়। এছাড়াও দিনব্যাপী পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুই শতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষক অংশগ্রহণ করেন।

 

 

জাতিসংঘ কুইজ প্রতিযোগিতা ও তথ্য সাক্ষরতা প্রশিক্ষণ অনুষ্ঠিত, ২১ মার্চ ২০১৪

ঢাকা ২১ মার্চ ২০১৪: জাতিসংঘ তথ্য কেন্দ্র ও সেন্টার ফর ইনফরমেশন স্টাডিজ,বাংলাদেশ (সিস,বি) এর যৌথ উদ্যোগে গত ২০-২১ মার্চ ২০১৪ সাভার অঞ্জনা মডেল উচ্চ বিদ্যালয়ে জাতিসংঘ কুইজ প্রতিযোগিতা ও তথ্য সাক্ষরতা বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘ তথ্য কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান। প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ-উল-ইসলাম ও মিনহাজ উদ্দিন আহমদ, জাতিসংঘ তথ্য কেন্দ্রের সাবেক অধিকর্তা কাজী আলী রেজা, সিনিয়র সাংবাদিক চিন্ময় মুৎসুদ্দি এবং জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান। এছাড়াও জাতিসংঘের কার্যক্রমের পরিচালনা উপর একটা প্রেজেন্টেশন দেখানো হয়। পরে কুইজ বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং স্থানীয় নেতাদের উপস্থিতিতে সকল প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষনে প্রায় ৫০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।

“নারীর সমতাই হচ্ছে সবার অগ্রগতি” – আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, ৯ মার্চ ২০১৪

iwd1

ঢাকা, ৯ মার্চ: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতিসংঘ তথ্য কেন্দ্র ঢাকা, জাতিসংঘ যুব ও ছাত্র সমিতি বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস্ এ্যাসোসিয়েশন যৌথভাবে  ৯ই মার্চ ২০১৪ তারিখে তরুন প্রজন্মের মাঝে নারীর সমতা অর্জনের গুরুত্ব এবং  এই ব্যাপারে সচেতনতা তৈরির উদ্দেশ্যে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের লাইব্রেরীতে এক আলোচনা সভা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী অফিস এর পার্টনারশিপ অফিসার ডেনিয়েল নারানজিলা। জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং অনুষ্ঠানের সঞ্চালক মোঃ মনিরুজ্জামান শুরুতে স্বাগত বক্তব্য ও জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের বাণী পাঠ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘ যুব ও ছাত্র সমিতি বাংলাদেশের সভাপতি মোঃ মামুন মিঞা।  পরে ছাত্র-ছাত্রীরা উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ছাত্র-ছাত্রীরা মূলত পারিবারিক সহিংসতা, নারীর সাম্যতা ও সবার জন্য উন্নয়ন, নারীর ক্ষমতায়নের অন্তরায় সমূহ, উন্নত জাতির পূর্বশর্ত শিক্ষিত নারী ইত্যাদি বিষয়ের উপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিন সদস্যবিশিষ্ট বিচারক প্যানেল অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা চারজন বক্তা নির্ধারন করেন। পরে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও সহকর্মীদের নারী দিবসের শুভেচ্ছা হিসেবে গোলাপ ফুল দিয়ে বরন করা হয়।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনের বাণী, ৮ মার্চ ২০১৪

sg

এই আন্তর্জাতিক নারী দিবসে,আমরা নারী এবং মেয়েদের সমতা অর্জনের গুরুত্বকে প্রাধান্য দিয়েছি। কারন এটা শুধুমাত্র ন্যায্যতা এবং মানবাধিকারের মৌলিক একটি বিষয় নয়,অন্যান্য ক্ষেএের অগ্রগতিও এর উপর নির্ভরশীল।

যে সব দেশে অধিক লিঙ্গ সমতা আছে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিও অধিক ভালো। যে সব সংস্থায় অধিক নারী নেতৃত্ব আছে,তাদের কাজের অগ্রগতিও উন্নততর। শান্তি চুক্তিতে নারীদের সম্পৃক্ততা চুক্তির স্থায়িত্বকে দীর্ঘায়িত করে। যে সব সংসদে বেশি নারী সদস্য আছে সেখানে স্বাস্থ্য, শিক্ষা, বৈষম্যবিরোধী এবং শিশু সহায়তা বিষয়ক মূল সামাজিক বিষয়সমূহে অধিক আইন প্রনীত হয়।

এটা স্পষ্টভাবে প্রমানিত, নারীর সমতা মানে সবার অগ্রগতি।

আগামী বছর শেষ হতে যাওয়া সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য মাত্রা ও ২০১৫ পরবর্তী করনীয় বিষয়গুলো নির্ধারণ এবং এগুলো এগিয়ে নেওয়ার জন্য যে কাজ আমরা করছি এই সহজ সত্যটিই হতে হবে সকল কাজের কেন্দ্রবিন্দু।

মেয়েদের প্রাথমিক শিক্ষার সুযোগ এবং নারীর রাজনৈতিক প্রতিনিধিত্বের বিষয়ে গুরুত্বপূর্ণ অর্জন সাধিত হয়েছে। কিন্তু এর গতি এখনও অধিক মন্থর ও অসম রয়ে গেছে।

আজও একটি কন্যা শিশুকে জন্ম গ্রহনের পর অসমতা ও বৈষম্যের মুখোমুখি হতে হচ্ছে, এক্ষেত্রে এটা বিবেচ্য বিষয় নয় শিশুটির মা কোথায় বসবাস করছে। সমান কাজের জন্য সমান পারিশ্রমিক অর্জন, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহনের ক্ষেত্রে বাঁধা প্রদানের মতো বৈষম্য থেকে মুক্তি, জীবন কে প্রভাবিত করার মত সিদ্ধান্ত প্রনয়নে সমভাবে কথা বলা, সন্তান ধারনের সিদ্ধান্ত এবং সন্তান ধারন করলে কখন এবং কয়টি, ইত্যাদি বিষয় থেকে নির্যাতন মুক্ত থাকার অধিকার যা বিশ্বে প্রতি ৩ জনের একজনকে আক্রান্ত করে, এগুলো নিশ্চিত করতে আমাদের একই ধরনের বাধ্যবাধকতা আছে।

এই গ্রহের সদ্যজাত প্রতিটি কন্যাশিশু, নারী এবং মেয়ের প্রতি আমার বার্তা- মানবাধিকার এবং সমতার বিষয়টি অনুধাবন করা কোন স্বপ্ন নয়, এটি সরকার, জাতিসংঘ এবং প্রতিটি মানুষের কর্তব্য।

আমি তরুণ এবং আমার সহযোগী বন্ধুদের বলতে চাই, নিজেদের দায়িত্ব পালন করুন। আমরা সবাই উপকৃত হবো যখন নারী এবং মেয়ে অর্থাৎ আমাদের মা, বোন, বন্ধু এবং সহকর্মীরা তাদের সম্ভাবনার সবটুকু অর্জন করতে পারবে।

আসুন, নারী অধিকার, ক্ষমতায়ন এবং লিঙ্গ সমতার জন্য আমরা একত্রে কাজ করি, যা দারিদ্র দূরীকরণ এবং টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে আমাদের প্রচেষ্টাকে সহায়তা করবে।

তরুণদের জন্য নিউজ লেটারঃ বিষয়বস্তু তৈরি বিষয়ক কর্মশালার আয়োজন

youth logo

ঢাকা,২৭ ফেব্রুয়ারীঃ ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র এবং ইউএনভি বাংলাদেশ যৌথভাবে গত ২৭ ফেব্রুয়ারী তরুন লেখকদের জন্য নিউজ লেটার প্রকাশনার বিষয়বস্তু তৈরি বিষয়ক এক কর্মশালার আয়োজন করে। জাতিসংঘ ইয়ুথ থিম গ্রুপের যৌথ সভায় বাংলা ও ইংরেজিতে একটি দ্বি-ভাষিক নিউজ লেটার প্রকাশের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। জাতিসংঘ মহাসচিবের কর্মসূচীর অগ্রাধিকারের একটি হলো যুব উন্নয়ন এবং একে কেন্দ্র করেই ইয়ুথ থিম গ্রুপটি প্রতিষ্ঠিত হয়, যার চেয়ারপার্সনের দায়িত্বে আছে ইউএনএফপিএ। তরুনদের দ্বারা এই নিউজ লেটার প্রকাশের সিদ্ধান্ত হয়, যার সমন্বয়ের দায়িত্বে আছে জাতিসংঘ তথ্য কেন্দ্র, ইউএনভি, ইউএনএফপিএ এবং ইউনিসেফ। দৈনিক ইওেফাকের কুটনীতিক প্রতিনিধি এবং বাংলাদেশ কুটনীতিক সংবাদদাতা সমীতির সভাপতি জনাব মইনুল আলম কর্মশালাটি পরিচালনা করেন। তরুণ অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে এই কর্মশালাতে অংশগ্রহণ করে। আন্তর্জাতিক নারী দিবসকে প্রাধান্য দিয়ে নিউজ লেটার এর প্রথম সংখ্যার বিষয়বস্তু নির্ধারণ করা হয় নারীর উন্নয়ন। জাতিসংঘ তথ্য কেন্দ্রের নলেজ ম্যানেজমেন্ট অফিসার মোঃ মনিরুজ্জামান এবং ইউএনভি ইয়ুথ নেটওয়ার্ক উন্নয়ন কর্মকর্তা মেরিল ফুছ কর্মশালাটি সঞ্চালন করেন।