ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র, আশা ইউনিভার্সিটি বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যৌথভাবে গত ২৫ মার্চ দাসপ্রথা এবং ট্রান্স-আটলান্টিক দাস ব্যাবসার শিকার ব্যাক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস পালন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠান, মোমবাতি প্রজ্জলন, কবিতা পাঠ, পোস্টার প্রদর্শনী ও নাটিকার আয়োজন করে। আশা ইউনিভার্সিটি’র উপাচার্য অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান মিজানুর রহমান রাজু, সেন্টার ফর ইনফরমেশন স্টাডিস, বাংলাদেশ এর চেয়ারম্যান কাজী আলী রেজা, জাতিসংঘ তথ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এবং মহিলা সাংসদ ও বিশিষ্ট কবি কাজী রোজী। অনুষ্ঠানে মানবাধিকার বিষয়ক কবিতা পাঠ করেন দেশের বিশিষ্ট কবিঃ কাজী রোজী, শিহাব সরকার, মুহাম্মদ সামাদ, আসলাম সানি এবং প্রাকিতোজ শামিম রুমী টিটোন। দাস ব্যাবসার শিকার ব্যাক্তিদের স্মরণে মোমবাতি প্রজ্জলন করা হয়। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন অল স্টার ড্যাফোডিল কর্তৃক একটি মানবাধিকার বিষয়ক নাটিকা মঞ্চস্থ হয়। এছাড়াও দিনব্যাপী পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুই শতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষক অংশগ্রহণ করেন।
- Candle lighting in remembrance of the slave victims
-
A partial view of the audience
-
A view of human rights drama
-
Poet Muhamad Samad (VC, UITS) is seen reciting a poem
-
Kazi Ali Reza, Ex Chief of UNIC delivering his speech
-
Prof Dalem Chandra Barman, VC, ASA University speaking as president of the session
-
From left to right: Mijanur Rahman Raju, Kazi Ali Reza, Poet Kazi Rozi, MP, Prof Dalem Chandra Barman, Prof Shah Alam, M. Moniruzzaman
-
Prof Shah Alam, Member, Law Commission Bangladesh is seen speaking as chief guest
-
Guest are seen looking at the poster exhibition