ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের সহযোগিতায় ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স এসোসিয়েশন (ডুমুনা), গত ১৭ থেকে ২০ সেপ্টেম্বর চার দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যাশনাল মডেল জাতিসংঘ সম্মেলন ২০১৩ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুনার সভাপতি ফয়েজ আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিন ইউ সরকার এবং ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের অধিকর্তা কাজী আলী রেজা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডুমুনার সাবেক সভাপতি মোহাম্মদ মামুন মিয়া। অনুষ্ঠানের শুরুতে ডুমুনার মডারেটর অধ্যাপক ড. দেলোয়ার হোসেনের একটি ভিডিও বক্তব্য প্রদর্শন করা হয়। প্রায় ৩৬ টি বিশ্ববিদ্যালয়ের ৪২১ জন শিক্ষার্থী এই মডেল ইউ এন সম্মেলনে অংশগ্রহন করে। সম্মেলনে মোট ৮ টি রেজুলেশন পাশ হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জনাব নিক বেরেসফোর্ড, ব্রাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আইনুন নিশাত, আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডালেম চন্দ্র বর্মন এবং ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের অধিকর্তা জনাব কাজী আলী রেজা। ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের নলেজ ম্যানেজমেন্ট অফিসার মো মনিরুজ্জামান দুটি কমিটি অধিবেশনে অতিথি সভাপতি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র সম্মেলনে অংশগ্রহনকারীদের জন্য জাতিসংঘ তথ্য সম্বলিত বিভিন্ন পুস্তিকা সরবরাহ করে।