মাসিক আর্কাইভঃ আগস্ট 2013

ইউএন কমিউনিকেশন গ্রুপের সভা অনুষ্ঠিত – ২৬ আগস্ট ২০১৩

জাতিসংঘ সংস্থাসমূহের সমন্বয়ে গঠিত ইউএন কমিউনিকেশন ও এডভোকেসি গ্রুপের সভা গত ২৬ আগস্ট জাতিসংঘ তথ্য কেন্দ্রের মিটিং রুমে অনুষ্ঠিত হয়। ১২ টি জাতিসংঘ সংস্থার ১৫ জন সদস্য এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতিসংঘ তথ্য কেন্দ্রের অধিকর্তা কাজী আলী রেজা। তিনি সভায় অনুষ্ঠিতব্য জাতিসংঘ দিবসের প্রস্তাবিত কার্যক্রমের উপর আলোকপাত করেন। এরপর তথ্য কেন্দ্রের নলেজ ম্যানেজমেন্ট অফিসার মোঃ মনিরুজ্জামান পাওয়ার পয়েন্টের মাধ্যমে তথ্য কেন্দ্র কর্তৃক প্রণীত দুই মাস ব্যাপী জাতিসংঘ দিবস আয়োজনের  জন্য একটি ধারণাপত্র উপস্থাপন করেন।  বিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে গোলটেবিল আলোচনা – ৪ আগস্ট ২০১৩

আন্তর্জাতিক যুব দিবস ২০১৩ উদযাপন উপলক্ষে ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র, লাইফ (এনজিও) ও আরোহণ (যুব সংগঠন)  যৌথভাবে গত ৪ আগস্ট ইউএনডিপি’র সম্মেলন কক্ষে এক গোলটেবিল আলোচনার আয়োজন করে। অনুষ্ঠানে বাংলাদেশের ইয়ুথ আইকন ও এভারেস্ট বিজয়ী এম, এ মুহিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং ইউএনএফপিএ-এর উর্দ্ধতন কর্মকর্তা তৌহিদ আলম মূল বক্তব্য উপস্থাপন করেন। এম এ মুহিত তার বক্তব্যে তরুণদের সমাজ উন্নয়নে একনিষ্ঠভাবে কাজ করা এবং এর মাধ্যমে লক্ষ্য অর্জনের পরামর্শ দেন। জাতিসংঘ তথ্য কেন্দ্রের অধিকর্তা কাজী আলী রেজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও তরুণদের সেচ্ছাসেবার মাধ্যমে ভাল কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লাইফ-এর প্রধান কামরুল ইসলাম সনি এবং আরোহণ-এর প্রেসিডেন্ট রাকিবুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য কেন্দ্রের নলেজ ম্যানেজমেন্ট অফিসার মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে প্রায় একশতাধিক তরুণ অংশগ্রহণ করে। বিস্তারিত পড়ুন

নিরাপদ সড়ক বিষয়ে সপ্তাহ ব্যাপী ক্যাম্পেইন – ১ আগস্ট ২০১৩

ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র এবং বেসরকারী সংস্থা লাইফ ও আরোহণের যৌথ উদ্যোগে গত ১ আগস্ট ২০১৩ তারিখে গাবতলী বাসস্ট্যান্ডে সপ্তাহ ব্যাপী নিরাপদ সড়ক বিষয়ে ক্যাম্পেইনের উদ্বেধন করা হয়। ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (ট্রাফিক-পশ্চিম) জনাব একরামুল হাবিব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্রের অধিকর্তা কাজী আল রেজা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লাইফ-এর প্রধান কামরুল ইসলাম সনি এবং আরোহণ-এর প্রেসিডেন্ট রাকিবুল ইসলাম এবং জাতিসংঘ তথ্য কেন্দ্রের নলেজ ম্যানেজমেন্ট অফিসার মোঃ মনিরুজ্জামান। বিস্তারিত পড়ুন