বাংলাদেশে জাতিসংঘ লাইব্রেরি নেটওয়ার্ক

 

নেটওয়ার্ক গঠনঃ
জাতিসংঘ তথ্য কেন্দ্রের লাইব্রেরি’র উদ্যোগে ২০০২ সালে বাংলাদেশ জাতিসংঘ লাইব্রেরি নেটওয়ার্ক (UN L-Net-BD) গঠিত হয়। ঢাকায় অবস্থিত ৪০টি সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ের লাইবেরিগুলো এই নেটওয়ার্কের সদস্য।

নেটওয়ার্ক প্রতিষ্ঠার মূল লক্ষ্যঃ
এই নেটওয়ার্কের মূল লক্ষ হলো জাতিসংঘ থেকে প্রকাশিত বিভিন্ন তথ্য সামগ্রী নেটওয়ার্কের নিম্নোক্ত সদস্য সংস্থা সমূহের মাঝে বিতরণ করাঃ
• সরকারি, বেসরকারি (এনজিও সহ) প্রতিষ্ঠান
• প্রশিক্ষণ ইনস্টিটিউট ও শিক্ষা প্রতিষ্ঠান
• সংবাদ মাধ্যম
এ ছাড়া লাইব্রেরিগুলোর মধ্যে প্রকাশনা বিনিময়ও নেটওয়ার্কের লক্ষসমূহের অন্তর্ভুক্ত।

অন্যান্য উদ্দেশ্যসমূহ হলোঃ
• নেটওয়ার্কভূক্ত লাইব্রেরিগুলোর মাঝে জাতিসংঘ প্রকাশিত বই, ডকুমেন্ট, রিপোর্ট ও অডিও ভিজুয়াল উপকরণ বিতরণ করা
• সদস্য লাইব্রেরিগুলোতে ইলেকট্রনিক পদ্ধতিতে ডকুমেন্ট শেয়ার করা
• সদস্য লাইব্রেরিগুলোর মাঝে প্রকাশনা ধার ও অন্যান্য সহযোগীতা প্রতিষ্ঠা করা
• সদস্যভূক্ত প্রশিক্ষণ ইনস্টিটিউট, ও শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরিগুলোকে জাতিসংঘ তথ্য বিতরণের জন্য ফোকাল পয়েন্টে পরিণত করা
• জাতিসংঘের অন্যান্য সংস্থা থেকে প্রকাশিত তথ্য উপকরণ বিতরণের জন্য তথ্য কেন্দ্র ক্লিয়ারিং হাউজ হিসেবে কাজ করা
• স্থানীয়ভাবে প্রকাশিত বাংলা প্রকাশনাগুলোর ব্যবহারে সদস্য সংস্থা থেকে মতামত গ্রহণ এবং এ প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ
• সদস্য সংস্থার লাইব্রেরিগুলোর জন্য প্রশিক্ষণ ও ওয়ার্কশপের আয়োজন করা

ফোকাল পয়েন্টঃ
নেটওয়ার্কে অংশগ্রহণকারী সংস্থাসমূহের লাইব্রেরিগুলো ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করছে।

ওয়ার্কিং কমিটিঃ
জাতিসংঘ তথ্য কেন্দ্রের নলেজ ম্যানেজমেন্ট অফিসার কে সদস্য সচিব করে একটি ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে। এই কমিটি নেটওয়ার্কের কার্যক্রম সূচারূভাবে করার জন্য সুপারিশ প্রদান করবে।

সচিবালয়ঃ
জাতিসংঘ তথ্য কেন্দ্র লাইব্রেরি এই নেটওয়ার্কের সচিবালয় হিসেবে কাজ করছে। জাতিসংঘ তথ্য কেন্দ্রের ওয়েবসাইট সদস্যদের প্রোফাইল ও ঠিকানা প্রকাশের প্লাটফর্ম হিসেবে কাজ করে থাকে।

আপনার যে কোন প্রশ্নের জন্য যোগাযোগ করুনঃ
ফোনঃ ৯১৮৩০৮৬
ফ্যাক্সঃ ৯১৮৩১০৬
ই-মেইলঃ info.unic[at]undp.org